নানা আটক
বগুড়ায় শিশুকে গলাকেটে হত্যার অভিযোগে নানা আটক
বগুড়া সদর উপজেলায় বন্ধন সরকার (৫) নামে এক শিশুকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার নানা সুকুমার দাসের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শশীবদনী হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সুকুমার দাসকে আটক করেছে পুলিশ।
শিশু বন্ধন সদর উপজেলার নপীরগাছা গ্রামের রবি দাসের ছেলে। আটক সুকুমার শশীবদনী হিন্দুপাড়া এলাকার ঝুমুর দাসের ছেলে। তিনি বগুড়া আইন কলেজের এলএলবি শেষ বর্ষের ছাত্র।
বগুড়া সদর থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার বন্ধন সরকার হরিবাসর অনুষ্ঠান উপলক্ষে তার মায়ের মামার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুকুমার শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করে। এরপর সুকুমার ঘরের মধ্যেই লুকিয়ে ছিল। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
প্রতিবেশী পরিমল চন্দ্র পালিত বলেন, কেউ বলছে সুকুমারের মোবাইল নেওয়ার কারণে, আবার কেউ বলছে কোনো এক দ্বন্দ্বের কারণে ওই ছেলেকে হত্যা করেছে। তবে অনেকেই তাকে মানসিক ভারসাম্যহীন বানাতে চেষ্টা করছে। কিন্তু সুকুমার কালও হরিবাসরে সারাদিন প্রসাদ বিতরণ করেছে। আবার সে এলএলবি পড়াশোনাও করছে।
নিহত বন্ধনের বন্ধুর মা বলেন, একসঙ্গেই আমরা হরিবাসরে আসছিলাম। আজ হরিবাসর শেষ করে বাড়িতে যেতে চাচ্ছিলাম। হরিবাসরে বসে থাকা অবস্থায় শুনি বন্ধনকে সুকুমার গলাকেটে হত্যা করেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ বলেন, আমরা অভিযুক্ত সুকুমারকে গ্রেপ্তার করেছি।
নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, আটক সুকুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।
৭ মাস আগে