বাস খাদে পড়ে
বগুড়ায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
বগুড়ার মোকামতলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের পাশে লস্করপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস উল্টে ২ যাত্রী নিহত
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর ও তিনি বাস চালকের সহকারী বলে জানা গেছে। তবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র জানায়, রুপা পরিবহনের একটি বাস মহাসড়কের পশ্চিম পার্শ্বে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।
আরও পড়ুন: চাঁদপুরে বাস উল্টে ২ নারী নিহত, আহত ৩০
শিবগন্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ আলমগীর হোসেন জানান, হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করেছে এবং লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
২ বছর আগে
বাস খাদে পড়ে সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
৪ বছর আগে
কক্সবাজারের বানিয়ারছড়ায় বাস খাদে পড়ে নিহত ৪
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়ে নারীসহ চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২ যাত্রী।
৪ বছর আগে