ভারতীয় মদ ও গাঁজা জব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণে ভারতীয় মদ ও গাঁজা জব্দ
সিলেটের জৈন্তাপুরে ৬১৫ বোতল ভারতীয় মদ ও ৮ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার ডিবির হাওর কদমখাল রোড এসব জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে ডিবির হাওর কদমখাল রোডে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি জিপগাড়িকে সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ অজ্ঞাতনামা চার আরোহী মাদকসহ গাড়ি রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন: চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, ৩০ মোটরসাইকেল জব্দ
পরে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ৬১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ও ৮ কেজি গাঁজা জব্দ করে। গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মাদক আটকের ঘটনায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজা জব্দ, ২ যুবক গ্রেপ্তার
৭ মাস আগে