সুরক্ষায়
শিশুদের সুরক্ষায় সরকারের সচেতনতার অভাব নেই: ডেপুটি স্পিকার
শিশুদের সুরক্ষায় সরকারের সচেতনতার কোনো অভাব নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।
তিনি বলেন, শিশু সুরক্ষার জন্য আমরা পরিবারকে ভাতা দিচ্ছি এবং শিশুর পরিচর্যার জন্য সরকার সহযোগিতাও করছে।
‘সকল শিশুই মূল্যবান, করবে দেশের উন্নয়ন’ এই প্রতিপাদকে সামনে রেখে শনিবার (২৫ মে) সাড়ে ১১টার দিকে গুলশান ১ লেকশোর হাইটসে ২৩ তম চাইল্ড পার্লামেন্টের অধিবেশন তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল শেখ হাসিনাকে হত্যার নীল নকশা: ডেপুটি স্পিকার
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়, ওয়াই মুভস প্রকল্পের আওতায় এনসিটিএফের (ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স) চাইল্ড পার্লামেন্টের ২৩ তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
ডেপুটি স্পিকার আরও বলেন, শিশু সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার সুযোগ দিতে হবে। বাল্যবিবাহ রোধ করতে হবে।
তিনি বলেন, এলাকাভিত্তিক পার্লামেন্টের আয়োজন করতে পারেন। সেখানে শিক্ষক, প্রতিনিধিদের নিয়ে এ বিষয়ে সচেতনতা বাড়াতে পারেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।
অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আফরোজ মহল, এনসিটিএফ চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার ডিকে দিব্বা মনি, প্যানেল ডেপুটি স্পিকার মাইশা আহমেদ, আরিয়ান আহমেদ বিজয়, সুমি আক্তার, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়িতা দত্ত কথা, সাধারণ সম্পাদক ফাহিম জামান।
এ বছর চাইল্ড পার্লামেন্টের কোর কমিটির সদস্যরা ২৩ তম অধিবেশনের পূর্বে বিশেষ অঞ্চলের শিশুদের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্য এবং শিশু অধিকার সার্বিক পরিস্থিতিবিষয়ক চাইল্ড পার্লামেন্ট জরিপ-২০২৪ পরিচালনা করেন।
আরও পড়ুন: ধূমপান ও মাদকরোধে ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার
কৃষকই শেখ হাসিনার উন্নয়নের মূল কারিগর : ডেপুটি স্পিকার
৬ মাস আগে