ট্রাফিক পার্ক
শিশুদের ট্রাফিক আইন শেখাতে ঢাকায় 'ট্রাফিক পার্ক' নির্মাণের পরিকল্পনা
শিশুদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে 'ট্রাফিক পার্ক' নির্মাণের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
তরুণ প্রজন্মকে ট্রাফিক আইন এবং সুরক্ষা বিষয়ে শিক্ষিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
মেহেদী হাসান বলেন, শিশুদের মধ্যে জনসচেতনতা বাড়াতে গত ১-২ বছর ধরে ডিএমপির ট্রাফিক বিভাগ সক্রিয়ভাবে বিদ্যালয় পরিদর্শন করছে। নানা উদ্যোগের মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ডিএমপির এই কর্মসূচিগুলোতে সহযোগিতা করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনার জানান, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা, ট্রাফিক কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ব্যাপক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মতো একাধিক কার্যক্রমে জাইকা ডিএমপিকে সহায়তা করছে।
আরও পড়ুন: দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা গুরুত্বপূর্ণ: সচিব
তিনি আরও বলেন, দুই বছর ধরে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের কাজ চলছে। বর্তমানে নগরবাসীর মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টির দিকে মনোনিবেশ করা হচ্ছে।
জাইকার সহায়তায় ডেটা নির্ভর পদ্ধতির বিষয়ে আরও বিশদ ব্যাখ্যা করেন হাসান। তিনি বলেন, 'যেসব স্থানে যানজট ও দুর্ঘটনার হার সবচেয়ে বেশি, সেগুলো চিহ্নিত করতে আমরা তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি। এর মাধ্যমে যেসব স্থানে আমাদের বেশি কাজ করা প্রয়োজন সেগুলো চিহ্নিত করা সহজ হচ্ছে।’
সম্প্রতি ডিএমপির ট্রাফিক বিভাগের ১৩ জন কর্মকর্তা জাপানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ১৯৬০ এর দশক থেকে সফলভাবে যুবকদের মধ্যে ভালো নাগরিকত্ব এবং ট্রাফিক শৃঙ্খলা গড়ে তুলেছে জাপান।
মেহেদী হাসান বলেন, 'আমাদের লক্ষ্য ঢাকায় এই সাফল্যের পুনরাবৃত্তি ঘটানো।’
আরও পড়ুন: ঢাকা রোড ট্রাফিক সেফটির যৌথ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
৬ মাস আগে