২৩ চালক
বেপরোয়া চালানোর অভিযোগে ২৩ চালক গ্রেপ্তার, ১৫ বাল্কহেড জব্দ
গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীর বিভিন্ন অংশে বিপজ্জনক ও বেপরোয়া বাল্কহেড চালানোর অভিযোগে ২৩ জন চালককে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুর নৌ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত মিনি কক্সবাজার, মোলেহেড ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে কমেছে ইলিশের দাম
তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। তারা চাঁদপুর, রামগতি, লক্ষ্মীপুর, পিরোজপুর, বরিশালসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
এ সময় ১৫টি বাল্কহেড জব্দ করা হয়।
ওসি আরও জানান, মেরিন কোর্টে ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, ৫ জেলেকে মামলা
৫ মাস আগে