শিশু কন্যা উদ্ধার
স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেপ্তার, শিশু কন্যা উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা করে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আসমত আলী নামে এক ব্যক্তিকে।
তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোর র্যাবের সদস্যরা শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার রামারচর থেকে আসমতকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: নাটোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ
উদ্ধার করা হয় শিশু আসমানিকে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি নান্নু খান বলেন, পারিবারিক কলহের জেরে আসমত তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে। পরে মেয়ে আসমানিকে নিয়ে পালিয়ে যান তিনি। আসমত আলীর ভাতিজা আনোয়ার বাড়িতে মেঝেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই কুরবান বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে ঘটনা জানার পরই ছায়া তদন্ত শুরু করে র্যাব।
নাটোর র্যাব কমান্ডার এএসপি রায়হানুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসমত আলীর অবস্থান শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে র্যাব সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: পটুয়াখালীতে ২৬৮৮০ ক্যান বিয়ার জব্দ, ৩ যুবক গ্রেপ্তার
মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিল জব্দ, ইউপি চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩
৫ মাস আগে