রিমেমবারিং আওয়ার হিরোজ
চাঁদপুরে 'রিমেমবারিং আওয়ার হিরোজ' কর্মসূচিতে হামলায় আহত ১০
চাঁদপুর বাসস্ট্যান্ডে পূর্ব নির্ধারিত 'রিমেম্বিং আওয়ার হিরোজ' কর্মসূচি পালন করার সময় ছাত্রলীগ ও যুবলীগের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল ৩টা থেকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। তবে পুলিশের সহায়তায় ব্যস্ততম সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
তারা বলছেন, হঠাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র ও যুব সংগঠন ছাত্র ও যুবলীগের সদস্যরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে অন্তত ১০ জন আহত হয়।
আরও পড়ুন: ক্যাম্পাসে শিক্ষার্থীদের গ্রেপ্তারে রাবি শিক্ষকদের বাধা
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ইউএনবি বলেন, শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে রাস্তায় নামে। কিন্তু তাদের রাস্তা থেকে দূরে অবস্থান করে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, হামলার বিষয়টি তার জানা নেই।
আরও পড়ুন: ডিবি হেফাজত থেকে মুক্তি পেলেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক
৪ মাস আগে