২ বন্ধু নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত, আহত অপর বন্ধু
মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী এলাকায় ট্রাক চাপায় আরাফাত ও বাঁধন নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) মাগুরার শ্রীপুরের ওয়াপদা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় রমজান নামে অপর বন্ধু আহত হয়েছেন।
আরও পড়ুন: ফেনীর ২ উপজেলার বাঁধ ভেঙে প্লাবিত ৭৪ গ্রাম, পানিবন্দি ২৮ হাজার পরিবার
আহত রমজানকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার শ্যাওলাডাঙ্গা গ্রামের ফিরোজ আলমের ছেলে আরাফাত (১৬) এবং ছোনপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে বাঁধন (১৫)।
মাগুরা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, তিন বন্ধু আরাফাত, বাধন ও রমজান মোটরসাইকেল করে মাগুরার শ্রীপুরের ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন। এমন সময় ট্রাকচাপায় অরাফাত ঘটনাস্থলে নিহত হন। বাঁধন ও রমজানকে মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতির কারণে তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হলে পথে বাঁধনের মৃত্যু হয়। ট্রাকটির চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।’
আরও পড়ুন: নবাবগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
৪ মাস আগে