সমন্বয়ক নাহিদ ইসলাম
জাতীয় সম্পদ রক্ষায় সতর্ক থাকার আহ্বান ছাত্রনেতা নাহিদের
বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সম্ভাব্য লুটেরাদের হাত থেকে দেশের মূল্যবান জিনিসপত্র রক্ষা করতে শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম।
সোমবার সন্ধ্যায় চ্যানেল টোয়েন্টিফোরের সঙ্গে আলাপকালে সড়কে নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান
তিনি বলেন, 'আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের রক্ষা করা উচিত এবং পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়।
লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ রাজপথে বিক্ষোভের আহ্বান জানান সমন্বয়কেরা।
শিক্ষার্থী ও বাসিন্দাদের যেকোনো লুটপাটের প্রচেষ্টাকে সক্রিয়ভাবে বাধা দিতে উৎসাহিত করেন তিনি।
সমন্বয়কেরা শিক্ষার্থী, শিক্ষক এবং নাগরিক সমাজের সদস্যদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরও দাবি জানিয়েছে।
এই অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত যথাযথভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে প্রস্তাব করে তারা।
আরও পড়ুন: রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান সারজিস আলমের
৪ মাস আগে