সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী
সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপির বার্তায় বলা হয়, মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের হয়ে ২০১৪ সালে নেত্রকোনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আরিফ খান জয়। নির্বাচিত হওয়ার পর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
চার বছর এই ভূমিকায় দায়িত্ব পালন করলেও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন মেলেনি তার।
আরও পড়ুন: বারিধারা ডিওএইচএস থেকে দীপু মনি গ্রেপ্তার
৪ মাস আগে