১৪ স্বাস্থ্য
ফেনীতে বন্যার্তদের চিকিৎসা দেবে ১৪ স্বাস্থ্য ক্যাম্প
ফেনী জেলায় বন্যার্তদের চিকিৎসায় এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ১৪টি স্বাস্থ্য ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা শহরে সেনাবাহিনীর স্বাস্থ্য ক্যাম্প স্থাপনসহ ছয় উপজেলায় ছয়টি স্বাস্থ্য ক্যাম্প এবং বেসরকারি সাতটি হাসপাতালকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মোছাম্মাৎ শাহীনা আক্তার।
আরও পড়ুন: ফেনীতে বন্যা: বিদ্যুৎ বিচ্ছিন্ন সাড়ে ৩ লাখ মানুষ
তিনি বলেন, ফেনী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসকসহ পর্যাপ্ত জনবল থাকায় তারা নিজেরা সমন্বয় করে নেবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে ডেডিকেটেড স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে। পৌর এলাকায় পরিবার পরিকল্পনা দপ্তরের নবনির্মিত ভবনে সেনাবাহিনীর স্বাস্থ্য ক্যাম্প গড়ে তোলা হচ্ছে।
এছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল দল ফেনী আসছে। ইতোমধ্যে ৩০ জন চিকিৎসকের একটি বিশেষ দল ফেনীতে এসেছে।
এই মেডিকেল ক্যাম্পের আওতায় আরও চিকিৎসক বন্যার্তদের সেবায় ফেনী আসবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, বন্যার্তদের চিকিৎসায় জেলা শহরে বেসরকারি হাসপাতালগুলো হলো- কনসেপ্ট হাসপাতাল, মেডিল্যাব, মেডিনোভা, জেডইউ মডেল, আল আকসা, ফেনী ডায়াবেটিস এবং মিশন হাসপাতাল কাজ করবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালগুলোতে বিনামূল্যে বন্যার্তদের চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
ফেনী সদর হাসপাতালের নিচতলা পুরোপুরি ডুবে গেছে। স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট, জরুরি বিভাগ, স্টোর রুম, ব্লাড ব্যাংক—সবকিছু পানির নিচে। পানিতে ভাসছে হাসপাতালের নানা জিনিসপত্র।
পানি নেমে গেলে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাবে এ হাসপাতালটিও।
আরও পড়ুন: পানি কমতে শুরু করেছে ফেনীতে
ফেনীর মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশনা উপদেষ্টা নাহিদের
৩ মাস আগে