ই-ট্যাক্স
চলতি বছর বাংলাদেশে ই-ট্যাক্স রিটার্ন তিনগুণ হবে বলে আশাবাদী ইইউ কর্মকর্তা
বাংলাদেশে অনলাইন ট্যাক্স রিটার্ন দাখিলের সংখ্যা চলতি অর্থবছরে ১৫ লাখে উন্নীত হবে বলে আশা করছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হেড অব কোঅপারেশন মিশেল ক্রেজা, যা গত বছর ৫ লাখ ছিল।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে নতুন ই-রিটার্ন সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেজা বলেন, 'আমরা আশা করি, এই সেবাকেন্দ্র ব্যবহারকারী এবং ইলেকট্রনিক ট্যাক্স রিটার্ন দাখিলের সংখ্যা দ্রুত বাড়বে।’
ইলেক্ট্রনিক ট্যাক্স রিটার্ন দাখিলের সুবিধার্থে নতুন এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও ক্রেজা। পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের আওতায় ইইউর সহায়তায় নাগরিকদের জন্য কর জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে এনবিআরের বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কোম্পানির হিসাব নয়, ব্যক্তির সম্পদ জব্দ করেছে বিএফআইইউ: কেন্দ্রীয় ব্যাংক
ক্রেজা বলেন, গত বছর মাত্র ৫ লাখ মানুষ ই-রিটার্ন দাখিল করেছিলেন। এবার সংখ্যাটি ১০ থেকে ১৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এটি হলে ‘অসাধারণ’ হবে।
ক্রেজা বলেন, বাংলাদেশের আর্থিক সংস্কারে দীর্ঘদিনের অংশীদার ইইউ এবং এই সহযোগিতা দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চাবিকাঠি।
এনবিআর চেয়ারম্যানের দূরদর্শী দৃষ্টিভঙ্গির প্রশংসা করে তিনি বলেন, ‘এখন আমরা সংস্কারের সুযোগের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ পথ দেখতে পাচ্ছি। এই সংস্কার বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতের অগ্রগতির অর্থায়নের জন্য প্রয়োজনীয় রাজস্ব সুরক্ষিত করতে এনবিআরই প্রধান মাধ্যম।
দুই থেকে তিন বছর ধরে চলমান এই সেবাকেন্দ্র সম্প্রতি এনবিআর ভবনে স্থানান্তরিত হয়েছে। এই কেন্দ্রে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে করদাতাদের সরাসরি সহায়তা দেওয়া হয় যাতে কর জমা দেওয়ার প্রক্রিয়াটি সহজ এবং আরও সফলভাবে সম্পন্ন হয়।
ইইউ ও এনবিআরের মধ্যে সহযোগিতার প্রশংসা করে ক্রেজা বলেন, ‘নতুন জায়গায় কেন্দ্রের পরিচালনা করা এখন অনেক সহজ। সুতরাং, এই ইতিবাচক সহযোগিতা চলমান থাকুক।’
ই-রিটার্ন ওয়েবসাইটে (etaxnbr.gov.bd) বিভিন্ন ধরনের তথ্য পাবেন যার মধ্যে রয়েছে কীভাবে সাইটটি ব্যবহার করে ই-রিটার্ন দেওয়া যায়, এ সংক্রান্ত প্রশ্নগুলো এবং তথ্য দিয়ে সাহায্যের একটি সেকশনও আছে। আরও সহায়তার জন্য, করদাতারা সাপ্তাহিক কর্মদিবসগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরটিতে পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটে যেকোনো সমস্যা জানাতে বা সরাসরি এনবিআরে (httpsticket.etaxnbr.gov.bd) প্রশ্ন জমা দিতে ব্যবহারকারীদের জন্য টিকিট সিস্টেমও আছে।
আরও পড়ুন: বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে ইইউকে ইউরোপপ্রবাসী বাংলাদেশিদের স্মারকলিপি
২ মাস আগে