ক্ষুণ্ণ
একক কৃতিত্ব দাবি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ক্ষুণ্ণ করে: ঢাবি শিবির সেক্রেটারি
জুলাই-আগস্ট অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে নেওয়া প্রচেষ্টা আন্দোলনের ঐক্যের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, এই অভ্যুত্থান ছিল সম্মিলিত প্রচেষ্টা।
তিনি বলেন, 'আন্দোলন কোনো একটি গোষ্ঠী বা মতাদর্শের দ্বারা পরিচালিত হয়নি। বিএনপি, জামায়াতে ইসলামী, বামপন্থী রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে প্রতিহত করার জন্য একত্রিত হয়েছিল। একক কৃতিত্ব দাবি করা অভ্যুত্থান চেতনার পরিপন্থী।’ ‘রাজনৈতিক দল, মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ দেশকে একটি অত্যাচারী শাসনের কবল থেকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে।’
ফরহাদ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পর্কিত সহিংসতার অভিযোগগুলোর কথা বিশেষত ‘রগ কাটা’ এর কুখ্যাত অনুশীলন তুলে ধরেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনি 'গুগলে 'রগ কাটা' লিখে সার্চ দিলে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত এ ধরনের অপরাধের অসংখ্য খবর পাবেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতার কোনো রেকর্ড নেই।”
আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের নামের খসড়া তালিকা প্রকাশ
শিগগিরই ছাত্রশিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান ফরহাদ। ‘আমরা আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছি, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। আমাদের শুধু কিছুটা সময় দরকার।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি প্রসঙ্গে ফরহাদ বলেন, 'ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি থাকবে। কাউকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা হবে না। সবকিছু বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারণ করবে। এই কাঠামো তৈরি হলে ছাত্র রাজনীতি নতুন ও সংস্কার করা রূপ ধারণ করবে।
ছাত্রশিবিরকে সাধারণ ছাত্র সংগঠনের পক্ষ থেকে কীভাবে গ্রহণ করা হয়েছে জানতে চাইলে ফরহাদ দাবি করেন, সংগঠনটির ক্যাম্পাস জীবনে পুনঃপ্রবেশ ইতিবাচক। ‘ফ্যাসিবাদ দুটি কাজ করেছে- তারা শিবিরের অফিস বন্ধ করে দিয়েছে এবং ভয় দেখিয়েছে। কিন্তু আমাদের পুনরুত্থানের পর এই ভয়ের ভিত ভেঙে গেছে। অধিকাংশ শিক্ষার্থী আমাদের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। গত পাঁচ বছরে যারা আমাদের আচরণ ও ব্যক্তিত্ব পর্যবেক্ষণ করেছেন, তারা অনলাইনে আমাদের ইতিবাচক সাড়া দিচ্ছেন।’
এর আগে ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশ করা হয় এবং সম্পাদক হিসেবে ফরহাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী।
তিনি জসীম উদ্দীন হল বিতর্ক ক্লাবের সভাপতি (২০২২-২৩) হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তার অঞ্চলের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের বর্তমান সভাপতি।আরও পড়ুন: ঢাবি শিবির নেতৃত্ব প্রকাশ্যে আসায় চাঞ্চল্যের সৃষ্টি
২ মাস আগে