৬১টি মণ্ডপ
খাগড়াছড়ির ৯ উপজেলায় ৬১টি মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। জেলার ৯টি উপজেলায় এবার ৬১টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এরইমধ্যে শেষ হয়ে অধিকাংশ মন্দিরের প্রতিমার রঙের কাজ।
প্রশাসন ও সবার সহযোগিতায় নিরাপদ ও সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবেন আশা করছেন খাগড়াছড়ির সনাতন ধর্মাবলম্বীরা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। থাকবে মোবাইল টিম এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপরও নজর রাখা হবে।
পূজা আয়োজকরা জানান, এরইমধ্যে তারা পূজার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। কয়েকটি প্রতিমা বাদে অধিকাংশ প্রতিমার রঙের কাজ শেষ হয়েছে। চলছে ডেকোরেশনের কাজ।
আরও পড়ুন: শরীয়তপুরে ১০২ মণ্ডপে হবে দুর্গাপূজা, চলছে শেষ সময়ের প্রস্তুতি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,খাগড়াছড়ি শাখার সভাপতি অশোক মজুমদার ও সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন জানান, সনাতন ধর্মাবলম্বীরা এবার নতুন বাংলাদেশে মায়ের আগমনের অপেক্ষায় আছেন। এবার সবার মঙ্গল কামনায় সবাই যেন সুন্দর ও ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারেন এই চাওয়া থাকবে মায়ের কাছে।
আনন্দ উল্লাসের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের খাগড়াছড়ি শাখার সভাপতি অশোক মজুমদার।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রস্তুতি সভা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে। কাজ করছে মনিটরিং টিম।
প্রশাসনের পক্ষ থেকে জেলার ৬১টি পূজা মণ্ডপে ৩১ টন খাদ্য শস্য, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন থেকে ৬ লাখ ১০ হাজার টাকা ও হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে ১ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে।
পার্বত্য জেলা খাগড়াছড়িতে নানা জাতিগোষ্ঠীর নানা সম্প্রদায়ের মানুষের বসবাস। তাই প্রত্যেক ধর্মের উৎসব পালন হয় সম্প্রীতির পরিবেশে। বিশেষ করে বড় ধর্মীয় উৎসবগুলোতে সব সম্প্রদায়ের মানুষের মিলন-মেলা হয়। এই উৎসবে মহানন্দে শামিল হন এখানকার পাহাড়ি-বাঙালি হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই। গ্রাম-শহর সব জায়গায় ছড়িয়ে পড়ে এই উৎসবের আড়ম্বর আমেজ।
এবারও দুর্গাপূজায় প্রচুর লোকের সমাগম হবে বলে আশা করছেন সনাতন সম্প্রদায়ের নেতারা।
আরও পড়ুন: দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: সেনাপ্রধান
২ মাস আগে