নির্বাচনি রোডম্যাপ
নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করে ২৫ সালে নির্বাচন চান জামায়াত সেক্রেটারি
ডিসেম্বরের পর নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করে ২০২৫ সালের মধ্যে নির্বাচন শেষ করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রের কিছু সংস্কার প্রয়োজন। পুলিশ, নির্বাচন কমিশন, জুডিসিয়ালসহ ৫-৭টি দপ্তরের সংস্কার করার পর যখন জাতি বুঝবে এখন নিরপেক্ষ নির্বাচন দেওয়া প্রয়োজন, তখন নির্বাচন হতে পারে। সেই সময়টা বেশি লাগার কথা নয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে জামায়াতের রুকন শিক্ষাশিবিরে যোগদানের আগে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ২০১৪, ১৮ ও ২৪ সালে দেশের সাধারণ মানুষ কোনো ভোট দিতে পারেনি। ভোট দিতে যাওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ সাধারণ মানুষদের বলেছে আপনাদের ভোট হয়েছে।
বর্তমান সরকারের বিষয়ে জামায়াত সেক্রেটারি বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনো দল ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না। যারা রাজনীতি চর্চা করেন তাদের মধ্যে একটি সরকারি দল, অপরটি হচ্ছে বিরোধী দল। সাইকেলের যেমন দুটি চাকা না থাকলে সাইকেল চলে না, ঠিক তেমনি সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না। সমালোচনা রাষ্ট্রের একটি সৌন্দর্য।
আরও পড়ুন: আ. লীগের চরিত্র বদলায়নি, দফায় দফায় ষড়যন্ত্র করছে: জামায়াত আমির
তিনি আরও বলেন, আমরাও সরকারকে বলি আপনাদের প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিদায় করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিপ্লবের পরেই বর্তমান সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ এসেছে। পাল্টা ক্যু, জুডিসিয়াল ক্যু, আনসারকাণ্ড, প্রশাসনের অস্থিরতা, হিন্দু ভাইদের নিয়ে রাজনীতির চেষ্টা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে অরাজকতা করছে। সবই সরকার মোকাবিলা করছে। এগুলো সামনে না আসলে সরকার আরও অনেক কিছুই সংস্কার করতে পারত। সরকার যা করছে তাতে আমরা খুশি (হ্যাপি)।
টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, টাঙ্গাইল জেলার সেক্রেটারি হুমায়ুন কবির, জেলা নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক প্রমুখ।
আরও পড়ুন: জামায়াতের সঙ্গে তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ
১ সপ্তাহ আগে
আস্থা ফেরাতে নির্বাচনি রোডম্যাপ দিন: অন্তর্বর্তী সরকারকে বিএনপি
অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে একটি নির্বাচনি রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে জনগণ সন্দেহ করতে শুরু করেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক আলোচনা সভায় তিনি সরকারের উপদেষ্টাদের অসংলগ্ন বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিএনপি নেতা বলেন, 'দেশ চালানোর দায়িত্ব আপনাদের (উপদেষ্টাদের) নয়। দ্রুত একটি নির্বাচনের আয়োজন করুন এবং রাজনীতিবিদদের এই কাজটি করতে দিন।’
আরও পড়ুন: বিএনপি শহীদদের নামে প্রতিষ্ঠান-স্থাপনার নামকরণ করবে: তারেক
তিনি আরও বলেন, তাদের দল ইতোমধ্যে অন্যান্য গণতান্ত্রিক দলগুলোর কাছে তাদের প্রস্তুত করা ৩১ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে, যা দেশে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে যথেষ্ট হবে।
ফখরুল বলেন, ‘আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। সেখান থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কোনটা গ্রহণ করবেন আর কোনটা বাতিল করবেন, কিন্তু সর্বোপরি পর্যন্ত আসল কাজ হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচন করা।’
তিনি বলেন, ‘একটি রোডম্যাপ উপস্থাপন করুন এবং আপনি কখন কী করবেন তা স্পষ্টভাবে উল্লেখ করুন। সেটা করতে পারলে মানুষের আস্থা থাকবে। জনগণ নির্বাচনের তারিখ জানতে চায়, কবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা জানতে চায়।’
বিএনপিপন্থী পেশাজীবীদের একটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ৭ নভেম্বর ১৯৭৫ সালের ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ স্মরণে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে হতাশ বিএনপি
বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় না: বুলু
১ মাস আগে
নির্বাচনি রোডম্যাপ না থাকায় অন্তর্বর্তীকালীন সরকারকে সন্দেহ করছে জনগণ: বিএনপি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণায় বিলম্বের কারণে দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সন্দেহের চোখে দেখছে।
বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর ডেমরায় এক অনুষ্ঠানে তিনি বাজার নিয়ন্ত্রণকারী আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান।
রিজভী বলেন, 'আমি ড. মুহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি সংস্কার কার্যক্রম চালিয়ে যান। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এত দ্বিধা কেন? গণতন্ত্র মানে যাই ঘটুক না কেন, মানুষকে পরিষ্কারভাবে জানাতে হবে, কারণ তাদের এসব বিষয়ে সন্দেহ আছে।’
তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করেছে, তবে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কত দিন সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
আরও পড়ুন: সাংবিধানিক-রাজনৈতিক সংকট সৃষ্টির প্রচেষ্টা বানচালে ঐক্যের আহ্বান বিএনপির
বিএনপির এই নেতা বলেন, জনগণ সরকার গঠনের জন্য তাদের প্রতিনিধি ও দল বেছে নিতে ১৫ বছর ধরে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করেছে। ‘স্বচ্ছতা ও রোডম্যাপ থাকা গণতন্ত্রের দুটি অপরিহার্য শর্ত। আপনি সময়সীমা নিয়ে দ্বিধায় আছেন এবং জনগণ এটিকে কিছুটা সন্দেহের চোখে দেখছে।’
সম্প্রতি শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাতজনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ডেমারের কোনাপাড়ায় 'আমরা বিএনপি পরিবার' এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, যিনি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছেন। ‘কিন্তু তার আগে ভাবতে হবে কী করলে জনজীবন সহজ হতে পারে এবং কোথায় মানুষ স্বস্তি খুঁজে পায়। নিম্ন আয়ের মানুষ যাতে ঠিকমতো খেতে পারে তা নিশ্চিত করতে বাজার নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে।’
তিনি বলেন, 'আপনারা (সরকার) অনেক পণ্যে শুল্ক কমিয়েছেন, কিন্তু বাজারে কোনো প্রভাব পড়েনি। বাজার সিন্ডিকেটের কারণে চিনি, চাল, ভোজ্যতেল ও পেঁয়াজের দাম কমেনি। বাজার নিয়ন্ত্রণে আওয়ামী সিন্ডিকেটের এসব সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন।’
অন্যথায়, তা হবে গণতন্ত্র ও আন্দোলনের চেতনা এবং জীবন উৎসর্গকারীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সম্ভাব্য সব ধরনের পদ্ধতি ব্যবহার করেছিলেন, কিন্তু ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের মুখে তিনি ব্যর্থ হয়েছেন।
রিজভী আরও বলেন, ‘তিনি(শেখ হাসিনা) প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনেননি। বরং, যারা তার বিরোধিতা করেছিল তাদেরকে তিনি কারারুদ্ধ করেছিলেন। এর পরও ক্ষমতা আকড়ে থাকতে ব্যর্থ হলে তিনি হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যা বিশেষ করে জুলাই ও আগস্ট মাসে স্পষ্ট হয়েছে।’
আরও পড়ুন: জাতি সাংবিধানিক ও রাজনৈতিক সংকট প্রত্যাশা করে না: বিএনপি
১ মাস আগে