ভারতীয় পণ্য উদ্ধার
সিলেটে ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১১ নভেম্বর) সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৪০৩টি শাড়ি এবং ২ হাজার ৪১টি সানগ্লাস। এছাড়া, সিলেটের একটি কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত তিনটি বারকি নৌকাও জব্দ করেছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দ করা ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ৬৪ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
১ মাস আগে