মোটরসাইকেলের নিয়ন্ত্রণ
সিরাজগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
সিরাজগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিক্সার মেশিনের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) রাত ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজছাত্র আব্দুল হাকিম (২২) ও হরিণা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ব্যবসায়ী সৌরভ আলী (৩২)।
আরও পড়ুন: গাইবান্ধায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পিপুলবাড়িয়া বাজার এলাকায় ঢালাই কাজে ব্যবহৃত মিক্সার মেশিনটি দাঁড় করিয়ে রাখা ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকলটি মিক্সার মেশিনের সঙ্গে ধাক্কা লেগে মিক্সার মেশিনের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই ব্যবসায়ী সৌরভ আলী নিহত হন। পর মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র আব্দুল হাকিমকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত
১ মাস আগে