মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষ
খুলনায় মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে আরও দুইজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা থানার হরিণটানা গেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক মোংলা উপজেলার সানবান্দা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মিরাজ মোয়াজ্জেম ও ইজিবাইক চালক বটিয়াঘাটা উপজেলার দারোগারভিটা এলাকার হানিফ হাওলাদারের ছেলে মোহাম্মদ রাব্বি হাওলাদার।
লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ইজিবাইক চালক মোহাম্মদ রাব্বি হাওলাদার বাগমারা পার হয়ে হরিণটানা গেটের দিকে যাচ্ছিলেন। মহাসড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মিরাজ মোয়াজ্জেমের মৃত্যু হয়। ইজিবাইক চালক মোহাম্মদ রাব্বি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১ মাস আগে