৮১ বছর পর
জাপান ৮১ বছর পর দেশে নিচ্ছে ২৪ সৈনিকের দেহাবশেষ
কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে (যুদ্ধসমাধি) সমাহিত করার ৮১ বছর পর নিজ দেশে নেওয়া হচ্ছে ২৪ জন জাপানি সৈনিকের দেহাবশেষ।
জাপান থেকে আসা ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন।
সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। ২৮ বছরের এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্নও পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ৭ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দলের প্রধান ইনোওয়ে হাসোয়েকি সাংবাদিকদের এসব তথ্য জানান।
আরও পড়ুন: কুমিল্লায় ছাত্রদের ন্যায্য মূল্যের দোকানে ব্যাপক সাড়া
ইনোওয়ে হাসোয়েকি বলেন, কুমিল্লার ‘যুদ্ধসমাধিতে ১৩টি দেশের ৭৩৭ সৈনিকের মধ্যে জাপানের আছেন ২৪ জন। ২৪ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশের মানুষ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতায় দেহাবশেষগুলো জাপানে নেওয়া হচ্ছে।’
এছাড়া সৈনিকদের পরিবারগুলো এমন উদ্যাগে আপ্লুত এবং তারা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ বলে জানান ইনোওয়ে হাসোয়েকি।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় ময়নামতি ওয়ার সিমেট্রির অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৩টি দেশের ৭৩৭ সৈনিককে এখানে সমাহিত করা হয়। ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান।
আরও পড়ুন: কুমিল্লায় কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১ দিন আগে