নামানোর চিন্তা
যানজট নিরসনে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্তদের সড়কে নামানোর চিন্তায় সরকার
রাজধানীর ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে সেনা, নৌ, বিমান বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে কমিউনিটি পুলিশ গঠনের পরিকল্পনা করছে সরকার।
রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সড়কে ট্রাফিকের উন্নয়নের জন্য আমরা ছাত্রদের কাজে লাগিয়েছি। ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার সদস্যদের যারা ট্রাফিকে কাজ করেছে তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার চিন্তাভাবনা করা হয়েছে। এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে।
আরও পড়ুন: বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
এই পরিকল্পনার কারণ নিয়ে করা প্রশ্নে তিনি বলেন, শহরে ২৫ শতাংশ রাস্তা থাকার কথা, কিন্তু আমাদের আছে সাড়ে ৭ শতাংশ। এদিকে সড়কে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। এই রাস্তাগুলো এত গাড়ি নিতে পারছে না।… আর কমিউনিটি পুলিশিং আগেও কাজ করেছে। সেগুলো আবার নতুন আকারে নিয়ে আসার চেষ্টা করছি।
কবে থেকে এই কমিউনিটি ট্রাফিকিং শুরু হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা চাইলেও এখনই শুরু করা সম্ভব নয়। এর জন্য নিয়োগ প্রক্রীয়া আছে। তবে তাড়াতাড়িই এ বিষয়ে কার্যক্রম শুরু হবে।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। ধীরে ধীরে আরও উন্নতি হবে বলে আমরা আশাবাদী। আওয়ামী লীগ কিংবা যে কেউ কোনো ধরনের অরাজকতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: পুলিশ বাহিনীর নিজেদের প্রমাণ করার এখনই সময়: স্বরাষ্ট্র উপদেষ্টা
১ ঘণ্টা আগে