প্রাইভেটকার যাত্রী
যশোরে ট্রাকচাপায় প্রাইভেটকারের যাত্রী নিহত
যশোর সদর উপজেলার বারীনগর বাজারে ট্রাকচাপায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর ৬টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী ইকবাল হোসেন কুমিল্লার বাগবাগগঞ্জ গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই উপজেলার বটদুল গ্রামের রহমতুল্লাহ ও জাবেদ আলী।
আরও পড়ুন: কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্বজনরা জানান, প্রাইভেটকার করে যশোর থেকে কুমিল্লা যাওয়ার পথে সাত মাইলের বারীনগর বাজারে পৌঁছালে বালু বোঝাই একটি ট্রাক প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বারোবাজার হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যশোর সাজিয়ালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিয়ামুল বলেন, ট্রাকটি আটক করতে পারলেও তার চালক ও সহকারী পালিয়ে গেছে।
তাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
২ সপ্তাহ আগে