প্রজন্ম লীগ নেতা
সিলেটে প্রজন্ম লীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় সিলেটে প্রজন্ম লীগ নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে ওই নেতাকে হেফাজতে নেয় পুলিশ।
আহত ওই নেতার নাম ছুরত আলী। তিনি সিলেট মহানগর বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক এবং মৌবন সোবহানীঘাটের বাসিন্দা। তার মূল বাড়ি সুনামগঞ্জের রহমতপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুরমা পয়েন্টে ছুরত আলীকে দেখেই তাকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
আরও পড়ুন: সাভারে সিআরপি নার্সিং কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগে