গণবিজ্ঞপ্তি
গোপালগঞ্জের চার এলাকায় সাত দিনের বিধিনিষেধ
করোনা ভাইরাসের বিস্তার রোধে গোপালগঞ্জের দুটি পৌরসভা ও দুটি ইউনিয়নে বিধিনিষেধ জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ৫ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন। গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত এলাকাগুলো হলো, জেলার গোপালগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন, মুকসুদপুর পৌরসভা ও কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়ন।
আরও পড়ুন: সাতক্ষীরায় তৃতীয় দফায় লকডাউন আরও এক সপ্তাহ বাড়ল
জেলা প্রশাসনের ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ জুন ভোর ৬ টা থেকে ২৪ জুন রাত ১২ পর্যন্ত গোপালগঞ্জ জেলার দুটি পৌর এলাকায় ও সদর উপজেলার লতিফপুর এবং কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নে এ বিধিনিষেধ বহাল থাকবে। এসব এলাকার মধ্যে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান, শপিং মল সকাল ৭ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত খোলা থাকবে। রেস্তোরাঁ রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে। তবে রেস্তোরাঁয় বসে খেতে পারবে না ক্রেতারা। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। তবে ফুটপাতে কোন ধরনের দোকান বসাতে পারবে না।
জেলা প্রশাসনের ওই গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিধিনিষেধ চলাকালে ওইসব এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। এ ছাড়া এ সময় সব ধরনের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।
আরও পড়ুন: রাজশাহী সিটিতে আরেক দফা বাড়লো বিশেষ লকডাউন
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ২ জুন থেকে ১০ জুন জেলায় ৫১৮ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ৯৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৩৩ শতাংশ। কিন্তুএই সপ্তাহে এই পর্যন্ত ৪৮৬ নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ১৮০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ৩৭ দশমিক ০৩ শতাংশ। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শুক্রবার গোপালগঞ্জের জেলা প্রশাসনের কাছে ঝুকিপূর্ণ এলাকাগুলোতে বিধিনিষেধ আরোপ করার জন্য অনুরোধ করলে জেলা প্রশাসন ১৮ জুন থেকে এসব এলাকায় বিধিনিষেধ আরোপ করেছে।
সিভিল সার্জন জানান, করোনা ভাইরাস শনাক্তের দিক দিয়ে মুকসুদপুর উপজেলায় সবচেয়ে বেশি। সেখানে শনাক্তের হার ৩৩ দশমিক ৭৮ শতাংশ। এরপর গোপালগঞ্জ সদর উপজেলায় ২৭ শতাংশ এবং কাশিয়ানী উপজেলায় ২৬ শতাংশ ।
৩ বছর আগে
সন্ধ্যা ৭টার পর খুলনায় বাজার ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত
খুলনায় বাজার ও দোকান সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই সাথে পর্যটন কেন্দ্র, পার্ক, বিনোদন কেন্দ্র বন্ধ রাখাসহ ৫ দফা নির্দশনা দেয়া হয়েছে। তবে ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে।
জেলার করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
শনিবারা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
আরও পড়ুন: খুবির সব কার্যক্রম ২২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা
এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসমাগম, সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ন্ত্রণ, যান চলাচল, পর্যটন, বিনোদন কেন্দ্রে জনসাধারণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সিদ্ধান্ত কার্যকরণের লক্ষ্যে খুলনা জেলার করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: করোনা: অনির্দিষ্টকালের জন্য মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ
আগামী ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দশনা না দেয়া পর্যন্ত জারি করা এ আদেশ কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা জেলার দাকোপ, পাইকগাছা, কয়রা উপজেলাধীন সুন্দরবন কেন্দ্রিক সকল ধরনের পর্যটন কার্যক্রম ও পর্যটকদের দর্শন বন্ধ রাখতে হবে।
আরও পড়ুন: টেকনাফ-সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
সুন্দরবন কেন্দ্রিক ট্যুর আয়োজনকারীদেরকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ট্যুর কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হলো।
খুলনা জেলা ও মহানগরের সকল ধরনের পর্যটন কেন্দ্র, পার্ক, পিকনিক স্পট, বিনোদন কেন্দ্র বন্ধ রাখতে হবে।
ক্লিনিক, হাসপাতাল, ওষুধের দোকান ব্যতীত অন্যান্য সকল দোকান, বাজার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। সন্ধ্যা ৭টার পর কোনো দোকান, বাজার খোলা থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। খাবারের দোকান রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এবং ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে।
আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউ: ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ চট্টগ্রাম চিড়িয়াখানা
৩ বছর আগে
ফরিদপুরে রেস্টুরেন্ট, রাস্তার পাশের খাবার ও চা দোকানের আড্ডা বন্ধ
করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে ফরিদপুর জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৪ বছর আগে
হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নির্ধারণ
একজন ব্যক্তির কাছে একাধিক হ্যান্ড স্যানিটাইজার বিক্রি নিষিদ্ধ করাসহ দেশে উৎপাদনকারী সাত ওষুধ কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নির্ধারণ করে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
৪ বছর আগে