মধ্যপ্রাচ্য
গাজার ২ স্কুলে ইসরায়েলি হামলায় ১৭ জন নিহত
গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত দুটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গাজার দারাজ তুফাহ জেলার শাবান আল-রইস ও আল-কারামা স্কুলে এ হামলা চালানো হয়।
স্কুল দুটিতে হামলার দায় স্বীকার করে ইসরায়েল বলেছে, ওই আশ্রয়কেন্দ্রগুলোর ভেতরে কমান্ড সেন্টার পরিচালনা করত হামাস। তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।
হামলার পর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল থেকে একটি গাধার গাড়িতে করে এক ব্যক্তির মাথাবিহীন লাশ নিয়ে যাওয়া হচ্ছে। হতাহতদের স্থানীয় আহলি ব্যাপটিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়া দুই হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
ইসরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চল ব্যাপকভাবে বিধ্বস্ত হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি বর্তমানে গাজা সিটিতে আশ্রয় নিয়েছে।
৪ দিন আগে
ইরানে ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিকের ১০ বছরের কারাদণ্ড
শত্রু দেশের সরকারের সঙ্গে যোগসাজশের দায়ে মার্কিন বংশোদ্ভূত ইরানি সাংবাদিক রেজা ভালিজাদেহকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
রেজা ভালিজাদেহ যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষার সাবেক সাংবাদিক। পরবর্তীতে রেডিও ফারদায়ও কাজ করেছেন তিনি।
ভালিজাদেহর আইনজীবী মোহাম্মদ হোসেইন আঘাসি বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন মার্কিন সরকারের সঙ্গে যোগসাজশের অভিযোগে প্রথম রায় দিয়েছে তেহরানের বিপ্লবী আদালত।’
তিনি বলেন, রায় ঘোষণা হলেও মক্কেলের সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হয়নি। রায়ের কপি হাতে পাওয়ার ২০ দিনের মধ্যে আপিল করা যাবে।
গত আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালিজাদেহ জানান, ইরানের ধর্মতন্ত্র রেডিও ফারদাকে শত্রুভাবাপন্ন আউটলেট হিসেবে দেখলেও তিনি সেখানেই ফিরছেন।
সে সময় তিনি লেখেন, ২০২৪ সালের ৬ মার্চ আমি তেহরান ফিরে আসি। তার আগে রেভলুশনারি গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের সঙ্গে বৈঠক হলেও তারা আমার নিরাপত্তার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি। ফলে ১৩ বছর পর কোনো ধরনের নিশ্চয়তা ছাড়াই আমি দেশে ফিরি।
তেহরানের ফেরার পর প্রথম ছয় মাস ঠিকঠাক চললেও পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: ইরানে সাময়িক মুক্তি পেলেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী
এর আগে, নভেম্বর মাসে ইরানের সর্বোচ্চ নেতা ও দেশটির ইসলামি প্রজাতন্ত্রের ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের প্রতিবাদে রাজধানীর একটি ভবন থেকে লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করেন ভয়েস অব আমেরিকার ফার্সি সার্ভিসের সাবেক সাংবাদিক কিয়ানুশ সানজারি।
তার আগে চারজন কারাবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ করেন ৪২ বছর বয়সী ওই সানজারি। তাদের মুক্তি না দিলে তিনি আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন বলে জানায় ইরানি কর্তৃপক্ষ।
২০০৭ সালে রেডিও ফারদার সাবেক কর্মী পারনাজ আজিমা তার অসুস্থ মাকে দেখতে সংক্ষিপ্ত সফরে ইরানে ফেরেন। দেশে নামার প্রায় সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে তার পাসপোর্ট জব্দ করা হয়। এরপর সরকার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি বারবার তিনি নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। আট মাস পর তিনি জামিনে মুক্তি পান। পরে তাকে দেশ ছাড়ার অনুমতিও দেওয়া হয়।
পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার কারণে বেশ কয়েক বছর ধরে ইরানে অস্থিরতা চলছে। সম্প্রতি (২০২২ সালে) মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ শুরু হয়।
টানা অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে ইরান। বেকারত্ব বর্তমানে দেশটিতে ব্যাপক আকার ধারণ করেছে। ইরানের মুদ্রাও (রিয়াল) ডলারের বিপরীতে মূল্য হারিয়ে চলেছে, যা দেশের নাগরিকদের জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।
১ সপ্তাহ আগে
ইসরায়েল-ফিলিস্তিন সংকটে দ্বি- রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির
গাজায় মানবিক সহায়তা পাঠানো অব্যাহত এবং ইসরায়েল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে ইতালির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
ইতালির রাজধানী রোমে শুক্রবার (১৩ ডিসেম্বর) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
ইতালি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে গাজায় বৈরিতার অবসান এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রতি ইতালির দৃঢ় সমর্থনের কথা তুলে ধরেন মেলোনি।
স্থায়ীভাবে গাজা সংকটের অবসানে দ্বি-রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটি টেকসই রাজনৈতিক সমাধানের জন্য ইতালির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এটি বাস্তবায়িত হলে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের নাগরিকই নিরাপত্তার সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।’
ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও শক্তিশালীকরণে সমর্থনের পাশাপাশি গাজার স্থিতিশীলতা ও পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনে ইতালির প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি।
১ সপ্তাহ আগে
সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরায়েলের
সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশটির ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশেরও বেশি ধ্বংস করেছে তারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আইডিএফ।
বিবৃতিতে বলা হয়, বাশার আল আসাদের পতনের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা সিরিয়ার পরিস্থিতি ব্যাপকভাবে মূল্যায়ন করছে। এ ধরনের পরিস্থিতির পূর্বপ্রস্তুতি হিসেবে কৌশলগত অস্ত্রশস্ত্রসহ সিরিয়ার সামরিক সক্ষমতা নিষ্ক্রিয় করার লক্ষ্যে (ইসরায়েলি) বিমান বাহিনী ব্যাপক হামলার পরিকল্পনা করেছে।
আসাদ সরকারের পতনের পর থেকে গত কয়েকদিনে শত শত জঙ্গি বিমান ও বিমান দিয়ে সমন্বিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব হামলায় সিরিয়ার যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র, ইউএভি, রাডার ও রকেটসহ সবচেয়ে কৌশলগত অস্ত্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: আসাদের পতন: সিরীয়দের এখনই আশ্রয় দেবে না ইউরোপের একাধিক দেশ
সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। হামলায় দামেস্কের উত্তরাঞ্চলের নিকটবর্তী টি৪ বিমানবন্দরটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে অবস্থিত এসইউ-২২ ও এসইউ-২৪ যোদ্ধা স্কোয়াড্রনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া ‘ব্লে’ বিমানবন্দরের আরও তিনটি ফাইটার স্কোয়াড্রন এবং নিকটবর্তী একটি অস্ত্র সংরক্ষণাগারও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরিয়ার হোমস এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ মিসাইল উৎপাদন কেন্দ্র ও মজুদাগার লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
এ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সিরিয়ার সামরিক সক্ষমতা হ্রাস করাই এসব অভিযানের লক্ষ্য বলে বিবৃতিতে জানায় আইডিএফ।
১ সপ্তাহ আগে
গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ জন নিহত
ইসরায়েলি বিমান হামলায় গাজার কেন্দ্রস্থলে একটি বহুতল ভবন ধসে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।
গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে প্রাণঘাতী এ হামলা করা হয়।
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জেরুজালেমে সাংবাদিকদের বলেন, লেবাননে সাম্প্রতিক যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তির পথ পরিষ্কার করতে সহায়তা করেছে।
এর আগে, বৃহস্পতিবার গাজা উপত্যকাজুড়ে হামলায় আরও অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
নুসেইরাতে প্রাণঘাতী হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইসরায়েল বলছে, তারা হামাসকে নির্মূল করার চেষ্টা করছে। ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামলার নেতৃত্ব দিয়েছিল এবং গাজায় যুদ্ধের সূত্রপাত করেছিল হামাস।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস জঙ্গিরা গাজার বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে আছে।
এই যুদ্ধের কারণে গাজায় মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। অঞ্চলটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিছু অংশে দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি অভিযানে গাজায় ৪৪,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ১৭ হাজারেরও বেশি বিদ্রোহীকে হত্যা করেছে। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দাখিল করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। প্রায় ১০০ জিম্মি এখনও গাজার অভ্যন্তরে রয়েছে, যাদের অন্তত এক তৃতীয়াংশ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
১ সপ্তাহ আগে
ইসরায়েলি বিমান হামলায় ৭ শিশুসহ নিহত ২৮
গাজা উপত্যকায় সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় সাত শিশু ও এক নারীসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা।
দাইর আল-বালাহ শহরের আল-আকসা শহিদ হাসপাতাল জানিয়েছে, বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়ি ধসে পড়েছে।
এছাড়া অন্য দুটি পৃথক হামলায় আরও ১৫ জন নিহত হয়েছে। নিহতরা ত্রাণবাহী গাড়িবহরের নিরাপত্তায় গঠিত কমিটির সদস্য ছিলেন। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এসব কমিটি গঠন করেছে।
খান ইউনুসের নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর রাফাহর কাছে বিমান হামলায় অন্তত ৮ জন এবং এর আধঘণ্টা পরে খান ইউনিসের কাছে বিমান হামলায় আরও ৭ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: হামাসের বিমান বাহিনীর প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮০০ জনে দাঁড়িয়েছে, যাদের অর্ধের বেশি নারী ও শিশু।
এছাড়া, যুদ্ধে ১৭ হাজারের বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এই তথ্যের কোনো প্রমাণ সরবরাহ করেনি তারা।
১ সপ্তাহ আগে
দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে অজ্ঞাত স্থানে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুররহমান এ তথ্য জানিয়েছেন। দামেস্কে বিরোধী পক্ষের নাটকীয়ভাবে অগ্রসরের পর তিনি দামেস্ক ছাড়েন।
রবিবার ভোরে বিরোধী গোষ্ঠীগুলো ঘোষণা দেয়, তারা ২০১৮ সালের পর প্রথমবারের মতো সিরিয়ার রাজধানীতে প্রবেশ করেছে। বিরোধীদের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, একটি কেন্দ্রীয় চত্বরে একটি ট্যাংক রয়েছে, মসজিদ থেকে "আল্লাহু আকবর" স্লোগানের সঙ্গে উদযাপন শুরু হয়।
বিদ্রোহীরা দ্রুত অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে। এর মধ্যে আলেপ্পো, হোমস, হামা শহর এবং দক্ষিণ সিরিয়ার বড় একটি অংশ রয়েছে।
আরও পড়ুন: সিরিয়ায় সরকারি বাহিনীর ওপর বিদ্রোহীদের হামলায় নিহত ৮৯
দামেস্ক ও উপকূলীয় দুর্গগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হোমস দখল করাকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
সরকারি বাহিনী হোমসের বাইরের এলাকাগুলোতে পিছু হটেছে। অন্যদিকে বিরোধী দলগুলো দামেস্কের নিকটবর্তী সাইদনায়া সামরিক কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে এবং এর বন্দিদের মুক্ত করছে বলে জানা গেছে।
যদিও সরকার আসাদের প্রস্থানের বিষয়টি অস্বীকার করেছে, দামেস্কের বাসিন্দারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। দোকানগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে এবং হাজার হাজার লোক লেবাননের দিকে পালিয়ে যাচ্ছে।সেখানে সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।
হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপের নেতৃত্বাধীন বিদ্রোহীরা অগ্রসর হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়া, ইরান ও হিজবুল্লাহর মতো মিত্রদের কাছ থেকে আসাদের সমর্থন ধীরে ধীরে কমে যাওয়ায় তার অবস্থান দুর্বল হয়ে গেছে।
রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক আহ্বান জোরালোভাবে জোরালো হচ্ছে। সিরিয়াবিষয়ক জাতিসংঘের দূত গিয়ার পেডারসেন রাজনৈতিক উত্তরণের জন্য অবিলম্বে আলোচনার আহ্বান জানিয়েছেন। বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা সম্ভাব্য সমাধানগুলো নিয়ে আলোচনা করতে কাতারে মিলিত হয়েছেন, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা এবং যুদ্ধ অবসানের উপর জোর দিয়েছেন।
এদিকে, এইচটিএস এবং এর সহযোগীরা রাজধানী ও অন্যান্য এলাকায় নিয়ন্ত্রণ সুদৃঢ় করেছে। ২০১১ সালে সংঘাত শুরু হওয়ার পর আসাদের শাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি এটি।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় লেবাননে ১২ জন উদ্ধারকর্মী এবং সিরিয়ায় ১৫ জন নিহত
২ সপ্তাহ আগে
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
যুদ্ধবিরতির মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে পাঁচজন নিহত হয়েছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জাবেইল জেলার বেইত লিফ গ্রামে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ হামলায় আরও ছয়জন আহত হয়েছেন।
এছাড়া, দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ান গ্রামে ইসরায়েলি বিমান হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
এনএনএ আরও জানায়, ২৪ নভেম্বর বৈরুতের বাস্তা এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় চার সিরীয় নাগরিক নিহত হন। বেসামরিক প্রতিরক্ষা দলগুলো সেসব লাশ উদ্ধার করে।
ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে প্রায় ১৪ মাস ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ২৭ নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
চুক্তির অধীনে, উভয় পক্ষ ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে ইসরায়েল ধীরে ধীরে দক্ষিণ লেবানন থেকে তার সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ লিতানি নদীর উত্তর দিকে সরে যাবে।
যুদ্ধবিরতি সত্ত্বেও, উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ফলে চুক্তির স্থায়িত্ব সম্পর্কে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
২ সপ্তাহ আগে
সিরিয়ায় এক সপ্তাহে নিহত অন্তত ৩৭০: জাতিসংঘ
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ে গত এক সপ্তাহে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া জীবন বাঁচাতে অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ ঘর ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) সতর্ক করে বলেছে, দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া বৈরিতা আস্তে আস্তে দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ছে। এর ফলে সিরিয়ার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। লড়াইয়ের কারণে দেশটির অবকাঠামোগত ক্ষতিসহ (জাতিসংঘের) ত্রাণ সরবরাহ কার্যক্রমও হুমকিতে পড়েছে।
ওসিএইচএ জানিয়েছে, গত এক সপ্তাহে শত শত বেসামরিক লোক হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
ওসিএইচএর মতে, সঠিক সংখ্যা নিশ্চিত না হওয়া গেলেও শুধু হামা এলাকায় ৩৭০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া হাজার হাজার মানুষ দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পালিয়ে গেছে।
সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ার পর থেকে অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে এক লাখ লোক একাধিকবার স্থানচ্যুত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে ওসিএইচএ।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ৬০ থেকে ৮০ হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ২৫ হাজারেরও মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে।
২ সপ্তাহ আগে
হামাসের বিমান বাহিনীর প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
গাজা সিটিতে হামাসের বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রধান নিদাল আল-নাজারকে হত্যার দাবি করেছে ইসরায়েলে।
শুক্রবার (৬ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে বিমান অনুপ্রবেশের অন্যতম সংগঠক হিসেবে আল-নাজারকে চিহ্নিত করা হয়। তিনি ছিলেন মধ্য গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলাসহ ইসরায়েল ও আইডিএফ বাহিনীর ওপর হামলার মূল কারিগর।
আরও পড়ুন: ইসরায়েলের হামলায় হামাসের জেনিন প্রধান নিহত
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৮০জনে দাঁড়িয়েছে।
২ সপ্তাহ আগে