সারাদেশ
ময়মনসিংহে মদ্যপানে ৩ জনের মৃত্যুর অভিযোগ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মদ্যপানে ৩ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদি পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।
মদ্যপানে মৃতরা— হলেন উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে সুমন মিয়া (৩৫), একই ইউনিয়নের তামাদি পাড়ার কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫৩) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৫০)।
আরও পড়ুন: ময়মনসিংহে অটোভ্যান ছিনতাইয়ে শিশুহত্যা, ৬ দিন পর লাশ উদ্ধার
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, বুধবার রাতে নিজাম উদ্দিন, জলিল, সুমন ও সজিব মিলে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদি পাড়া গ্রামে মাদকের আসর বসায়। সেখানে ব্রাহ্মণবাড়িয়া সদরের নিজাম উদ্দিন মদ সরবরাহ করে। মদ খেয়ে সবাই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।
গফরগাঁও থেকে অচেতন অবস্থায় নিজাম ও জলিলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে সজিব গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর দুই জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: জাবিতে আবাসিক হলের পাশ থেকে ইন্টারনেট কর্মচারীর লাশ উদ্ধার
৩ ঘণ্টা আগে
বাকৃবির মধ্যে রিকশাভাড়া নির্ধারণ করল প্রশাসন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেতরে চলাচলকারী সব ধরনের রিকশার ভাড়া নির্ধারণ করেছে প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাকৃবির সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে রিকশা ও অটোরিকশার ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাকৃবির ছাত্রবিষয়ক বিভাগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
প্রজ্ঞাপন অনুসারে, ক্যাম্পাসের সীমানার মধ্যে সর্বনিম্ন অটোরিকশার ভাড়া ধরা হয়েছে পাঁচ টাকা ও রিকশা ভাড়া দশ টাকা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে প্রশাসনিক ভবন, টিএসসি, হেলথ কেয়ার সেন্টার, করিম ভবন, ঈশা খাঁ হল, শহিদ জামাল হোসেন হল, শেষ মোড়, শহিদ নাজমুল আহসান হল, আশরাফুল হক হল, শহিদ শামসুল হক হল, কৃষি সম্প্রসারণ ভবন পর্যন্ত রিকশাভাড়া ১০ টাকা ও অটোভাড়া ৫ টাকা; কে আর মার্কেট থেকে শাহজালাল হল রিকশাভাড়া ১৫ টাকা এবং কে আর মার্কেট থেকে ফজলুল হক হল, হোসেন শহিদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল পর্যন্ত রিকশার ভাড়া ২০ টাকা।
এছাড়া করিম ভবন থেকে শহিদ জামাল হোসেন হল, শাহজালাল হল, শহিদ শামসুল হক হল, আশরাফুল হক হল, শহিদ নাজমুল আহসান হল পর্যন্ত রিকশা ভাড়া ১০ টাকা, করিম ভবন থেকে ফজলুল হক হল, হোসেন শহিদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল রিকশায় ভাড়া ২০ টাকা; জব্বারের মোড় থেকে ফজলুল হক হল, হোসেন শহিদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল, টিএসসি, প্রশাসনিক ভবন, সুলতানা রাজিয়া হল, তাপসী রাবেয়া হল, জুলাই ৩৬ হল, কৃষিকন্যা হল, বেগম রোকেয়া হল, কে আর মার্কেট, করিম ভবন, শহিদ নাজমুল আহসান হল, শহিদ শামসুল হক হল, শাহজালাল হল, আশরাফুল হক হল পর্যন্ত অটোতে ভাড়া ৫ টাকা, রিকশায় ভাড়া ১০ টাকা; জব্বারের মোড় থেকে ঈশা খাঁ হল, শহিদ জামাল হোসেন হল, শেষ মোড়, এগ্রোনমী ফিল্ড/ফার্ম, হর্টিকালচার ফার্ম পর্যন্ত রিকশায় ভাড়া ১৫ টাকা এবং জব্বারের মোড় থেকে ডেয়রি ফার্ম ও পোল্ট্রি ফার্ম পর্যন্ত রিকশায় ভাড়া ২০ টাকা। টি. এস. সি/প্রশাসনিক ভবন সম্মুখ থেকে করিম ভবন, ফজলুল হক হল, হোসেন শহিদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল পর্যন্ত রিকশায় ভাড়া ১০ টাকা এবং শেষ মোড় পর্যন্ত রিকশায় ভাড়া ১৫ টাকা এবং অটো ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাকৃবির শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘এমন উদ্দ্যোগ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলিত করতে সহায়ক হবে। তবে এ ভাড়া ঠিকমত নেওয়া হচ্ছে কিনা বা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা—তাও নজরে রাখা দরকার।’
ড. সাইফুল্লাহ বলেন, ‘রিকশা ও অটোভাড়া নিয়ে শিক্ষার্থী এবং চালকদের মধ্যে প্রচুর বাগবিতণ্ডা হয়ে থাকে। ভাড়া নিয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হয়েছে। অনেক সময় ১০ টাকার ভাড়া ১৫-২০ টাকা চেয়ে থাকেন রিকশা ও অটোচালকরা। এসব সমস্যা থেকে পরিত্রাণের জন্য শিক্ষার্থী ও রিকশাচালক মালিক সমিতির সঙ্গে আলোচনা করে এই ভাড়ার চার্ট তৈরি করা হয়েছে।’
‘তবে শিক্ষার্থীদের বলব, অটো বা রিকশায় ওঠার আগে ভাড়া জেনে ওঠা উচিত। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রাকৃতিক প্রতিকূলতায় এই ভাড়ার তারতম্য হতে পারে।’
২১ ঘণ্টা আগে
সিলেটে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত
সিলেটে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিশুসহ আরও তিনজন। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তারা একই পরিবারের সদস্য এবং হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন— প্রাইভেটকারের চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রূপগঞ্জ থেকে একই পরিবারের সদস্যরা প্রাইভেট কারে চড়ে সিলেট যাচ্ছিলেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সামনে প্রাইভেটকারটি চলে এলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
স্থানীয়রা জানান, খবর পেয়ে ওসমানীনগর থানা, শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পর আরও দুজনের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, প্রাইভেটকারে সাতজন যাত্রী ছিলেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
এদিকে, বিকেল ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন মারা যাওয়ার খবর ছড়ালেও তার সত্যতা পাওয়া যায়নি।
৪ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে নারীসহ দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়ির ঘর থেকে এক নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার খয়রাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন- রহনপুর উপজেলার খয়রাবাদ এলাকার মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী দুই সন্তানের জননী টুশি খাতুন (২৪) ও শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে রাকিব (২৮)।
টুশি খাতুন ও রাকিব অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে স্থানীয়রা ঘরের জানালা দিয়ে দেখে যে টুশি ও রাকিব দুজনেই গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। পরে তারা পুলিশে খবন দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
৮ ঘণ্টা বন্ধ থাকার পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে শনিবার রাত থেকে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশা কেটে যাওয়ায় রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ও সকাল ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করছে। চার ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক।
ঘাট কর্তৃপক্ষ জানায়, আরিচা-কাজিরহাট নৌরুটে ৮ ঘণ্টা ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। বিকনবাতি অস্পষ্ট হয়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় উভয়ঘাটে ১২টি ফেরিকে আটকে রাখা হয়।
অপর দিকে, মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত সাড়ে ১১টায় ঘন কুয়াশার প্রকোপ বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় দুই ঘাটে ৫টি ফেরিকে আটকে রাখা হয়েছিল।
দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে ৬ শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। বাকীগুলো নৈশ কোচ, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস ও কিছু কাঁচামাল বাহী পিকআপ ভ্যান রয়েছে। পাটুরিয়াঘাটে রোগী নিয়ে কয়েকটি অ্যাম্বুলেন্সও পারের অপেক্ষায় আটকে পড়েছে।
অগ্রাধিকার ভিত্তিতে নৈশকোচ ও যাত্রীবাহী বাস পারাপার করানো হচ্ছে। পর্যায়ক্রমে পন্যবাহী ট্রাক পারাপার করা হবে বলে জানান নাসির চৌধুরী।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন
৪ দিন আগে
ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শনিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। চার ঘাটে পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিক ঘন কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। বিকনবাতি অস্পষ্ট হয়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় উভয়ঘাটে ১২টি ফেরিকে আটকে রাখা হয়।
অপর দিকে, মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত সাড়ে ১১টায় ঘন কুয়াশার প্রকোপ বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় দুই ঘাটে ৫টি ফেরিকে আটকে রাখা হয়েছে।
দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে ৬ শতাধিক যানবাহন। এর মধ্যে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক। বাকীগুলো নৈশ কোচ, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস ও কিছু কাঁচামালবাহী পিকআপ ভ্যান রয়েছে।
পাটুরিয়াঘাটে কয়েকটি রোগীবাহী অ্যাম্বুলেন্সও পারের অপেক্ষায় আটকে পড়েছে। এই পরিস্থিতিতে ঘন কুয়াশার প্রকোপ না কমা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক করানো সম্ভব হবে না জানান তিনি।
আরও পড়ুন: আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
৪ দিন আগে
শরীয়তপুর ঘুমন্ত ভগ্নিপতিকে হত্যার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে
শরীয়তপুরে ঘুমন্ত ভগ্নিপতে শীলপাটার টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে শ্যালক শাওন আহমেদ স্বপনের বিরুদ্ধে।
শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের সরদার কান্দি গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, রাতে একই রুমে ভগ্নিপতি জাফর আহমেদের সঙ্গে ঘুমিয়েছিলেন শ্যালক শাওন আহমেদ স্বপন। তবে শাওন মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে।
নিহত জাফর আহমেদ সরদার কান্দি গ্রামের মৃত শাহ আলম সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাফর আহমেদের সঙ্গে গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের গরীবেরচর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে বিয়ে হয়। বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন।
কিছুদিন আগে ফাতেমা বেগমের ভাই মাদকাসক্ত শাওন আহমেদ স্বপন তার নিজের ঔরসজাত ২৬ দিন বয়সী এক শিশু বাচ্চাকে গলাটিপে হত্যাচেষ্টা করেছিল। এঘটনার পরে (গতকাল ৩১ জানুয়ারি) শুক্রবার রাতে শাওন আহমেদ স্বপনের বোন ফাতেমা বেগমের উপস্থিতিতে গরীবেরচর গ্রামে শালিস বৈঠক হয়।
আরও পড়ুন: সুইডেনে কোরআন পোড়ানোয় যুবককে গুলি করে হত্যা
শালিস বৈঠক শেষে বোনের সঙ্গে ভগ্নিপতির বাড়িতে আসে শাওন আহমেদ স্বপন। রাতে শাওন আহমেদ স্বপন ভগ্নিপতি জাফর আহমেদ সরদারের সঙ্গে একই রুমে ঘুমোয়। শেষ রাতের দিকে শাওন তার ভগ্নিপতি জাফরের মাথায় ভাঙা শীল পাটার টুকরো দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আঘাতের শব্দ শুনে পরিবারের লোকজন জানলা দিয়ে এসে দেখতে পায় জাফরের মাথার মগজ বের হয়ে গেছে।
এ ঘটনায় জাফর আহমেদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরিবারের লোকজন রুমে আসার আগেই শ্যালক শাওন আহমেদ স্বপন পালিয়ে গেলেও পরবর্তীতে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ভোরে আমরা সংবাদ পাই সরদার কান্দি গ্রামে খুনের ঘটনা ঘটেছে। এরপর আমরা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন করেছি। আঘাতের কারণে নিহত জাফরের মগজ বের হয়ে গেছে।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, জাফর আহমেদের শ্যালক তাকে আঘাত করেছে। এঘটনায় এখনও মামলা হয়নি। নিহতের বড় ভাই আসলে এঘটনায় মামলা দায়ের করবেন বলে জেনেছি।
আরও পড়ুন: নাটোরে ব্যাবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ
৫ দিন আগে
নাটোরে ব্যাবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ
নাটোরের সিংড়ায় নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের গেটে ওসমান গনি বাবু (৫২)নামে এক ব্যাবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সিংড়া উপজেলার পারুহারপাড়া গ্রামের ধান ও চাল ব্যাবসয়ী ওসমান গনি শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে পাড়ার মসজিদে নামাজ পড়তে য়াপয়ার সময় মসজিদের গেটে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম।
আরও পড়ুন: সুইডেনে কোরআন পোড়ানোয় যুবককে গুলি করে হত্যা
৫ দিন আগে
ভারতে অনুপ্রবেশের চেষ্টা: পঞ্চগড়ে দালাল ও শিশুসহ তিন বাংলাদেশি আটক
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক দালাল ও শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নীলফামারী ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ৯ নং সাব পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তারা।
আটকরা হলেন— ঠাকুরগাঁও জেলা সদরের আলমপুর গ্রামের শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), তার সাত বছরের মেয়ে শ্রী ভূমি রানী শ্রেয়া এবং তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি এলাকার সাদ্দাম হোসেন (৩০)। সাদ্দাম হোসেন তাদের অবৈধ পথে ভারত যেতে সহায়তার চেষ্টা করেন।
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাঁটার ১ টি প্লাস, ২ টি মোবাইল ফোন, রুপার নুপুর ১ জোড়া এবং বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। চোরাচালানকারী ও দালাল সাদ্দাম হোসেন ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করেন বলে জানায় বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: অপহরণের ৪ ঘণ্টা পর কুবি শিক্ষার্থী উদ্ধার, আটক ১
৫ দিন আগে
আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর শনিবার সকালে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নদী পথে ফেরি চলাচল শুরু হয়েছে।
সকাল ৯টা থেকে দুই রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে নদীর উভয় পাশে ১২টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এছাড়াও, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নদীর মাঝখানে বেশ কিছু ফেরি আটকে পড়ে।
দুটি ফেরি রুটের উভয় পাশে ৪০০টি পণ্যবাহী ট্রাকসহ ৫০০টিরও বেশি যানবাহন আটকা পড়েছিল। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টার দিকে দুটি রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন
৫ দিন আগে