রাজধানীর মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা এ ঘোষণা দেন।
অভিজ্ঞ অলরাউন্ডার নাঈম ইসলাম ঘোষণা শুরু করে বলেন, ‘আজ আমাদের কিছু দাবি জানানোর আছে। আমাদের যতটুকু সম্মান পাওনা তা পাই না। আমাদের যে সমিতি আছে (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব) তা খেলোয়াড়দের হয়ে কিছু করে না। তাই আমাদের প্রথম দাবি হচ্ছে, কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের দ্রুত পদত্যাগ করতে হবে। পরে আমরা নির্বাচন করব কারা কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদক হবেন।’
আরও পড়ুন>>>অনিশ্চয়তায় টাইগারদের ভারত সফর
মাহমুদউল্লাহ রিয়াদ দ্বিতীয় দাবি তুলে ধরে বলেন, ‘আপনারা ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান পরিস্থিতি জানেন। এ নিয়ে সব খেলোয়াড় অসন্তুষ্ট। পারিশ্রমিকের একটা মানদণ্ড বেঁধে দেয়া হচ্ছে। অনেক সীমাবদ্ধতার মধ্যে খেলোয়াড়দের খেলতে হচ্ছে। আগে আমরা ক্লাব কর্মকর্তাদের সাথে চুক্তি করতাম ও খেলোয়াড়রা নিজেদের পছন্দ অনুযায়ী ক্লাব ঠিক করতে পারত। এখন, আমাদের দ্বিতীয় দাবি হলো আগের মতো যেন ঢাকা প্রিমিয়ার লিগ ফিরে পাই।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তৃতীয় দাবি তুলে ধরে বলেন, ‘আমাদের তৃতীয় দাবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে, যা এ বছর নতুন নিয়মে হচ্ছে। বিসিবির এ নিয়মকে আমরা সম্মান করি। কিন্তু আমরা চাই আগামী বছর বিপিএল যেন আগের নিয়মে ফিরে আসে। একই সাথে আমরা বিদেশি খেলোয়াড়দের সাথে স্থানীয় খেলোয়াড়দের পারিশ্রমিকে ভারসাম্য চাই। আপনারা যদি অন্য বিদেশি লিগগুলো দেখেন, সেখানে খেলোয়াড়রা নিলামে নিজেদের গ্রেড নিজেরাই নিশ্চিত করতে পারে। আমরা বিপিএলেও এটা চাই।’
টেস্ট ও টি২০ অধিনায়ক সাবিক আল হাসান চতুর্থ দাবিতে বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ১ লাখ টাকা করা উচিত, যা এখন মাত্র ৩৫ হাজার টাকা। এটা আমাদের চতুর্থ দাবি। এছাড়া, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন অবশ্যই ৫০ শতাংশ বাড়াতে হবে। একজন প্রথম শ্রেণির ক্রিকেটার মাত্র ১৫০০ টাকা দৈনিক ভাতা পান। আমি মনে করি না এ টাকা একজন ক্রিকেটারের স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য যথেষ্ট। সেই সাথে এখন ভ্রমণে দেয়া হচ্ছে ২৫০০ টাকা। এ টাকায় বাস ছাড়া যাওয়া সম্ভব? খেলোয়াড়রা এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেন বিমানে যেতে পারে তা নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র পঞ্চম দাবিতে বলেন, ‘জাতীয় দলের চুক্তিতে বিসিবির খেলোয়াড় সংখ্যা বাড়াতে হবে। আপনারা যদি বিশ্বের দিকে দেখেন, সেখানে জাতীয় দলের চুক্তিতে থাকা খেলোয়াড় অনেক বেশি। সেই সাথে বেতন বাড়াতে হবে, যা তিন বছর ধরে বাড়ানো হয় না।’
জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ষষ্ঠ দাবিতে স্থানীয় কোচ, ফিজিও, ট্রেনার ও গ্রাউন্ডসম্যানদের সম্মান করার কথা বলেন। তাদের অল্প বেতনের বিষয়টি তুলে ধরেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে টুর্নামেন্ট বাড়ানোর বিষয়ে সপ্তম দাবি তুলে এনামুল হক বিজয় বলেন, ‘আমরা ৫০ ওভারের মাত্র একটা লিগ খেলি। আর বিপিএলে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলি। আমরা এখন আরও ঘরোয়া টুর্নামেন্ট দাবি করছি। আমরা যদি বিপিএলের আগে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং একটি জাতীয় লিগে ৫০ ওভারের ম্যাচ খেলার সুযোগ পাই তাহলে এটি আমাদের আরও শক্তিশালী দল হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে।’
উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান অষ্টম দাবিতে বলেন, ‘ঘরোয়া ক্রিকেটের জন্য একটি নির্দিষ্ট ক্যালেন্ডার থাকতে হবে, যাতে আমরা আগ থেকেই প্রস্তুতি নিতে পারি।’
সাবেক জাতীয় ওপেনার জুনাইদ সিদ্দিক নবম দাবিতে বলেন, ‘বিপিএল-প্রিমিয়ার লিগের পারিশ্রমিক যেন সময় মতো দেয়া হয়। গত প্রিমিয়ার লিগ খেলা ব্রাদার্স ইউনিয়নের কাছে এখনো ৪০ শতাংশ পারিশ্রমিক পায় খেলোয়াড়রা। আমরা কয়েকবার তাদের পারিশ্রমিক দিতে বলেছি কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা তাদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করি না।’
অলরাউন্ডার ফরহাদ রেজা দশম দাবিতে বলেন, ‘দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারে না খেলোয়াড়রা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততা না থাকলে বেশি সংখ্যক লিগে খেলার সুযোগ দিতে হবে।’
জাতীয় দলে খেলোয়াড় উঠে আসার পাইপলাইন ঘরোয়া ক্রিকেটকে অনিয়মমুক্ত করার কথা বলা হয় একাদশ ও সর্বশেষ দাবিতে।
এসব দাবিতে নারী ও বয়সভিত্তিক ক্রিকেটারদের যুক্ত করা হয়নি। তবে সাকিব জানিয়েছেন, নারী দলের যদি কোনো দাবি থাকে তাহলে তাদের যুক্ত করা হবে।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানতে পারিনি। যথাযথভাবে জানার পরই আমরা বোর্ডে আলোচনা করব।’
সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ, ইলিয়াস সানি, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, রুবেল হোসেন, নাদিফ চৌধুরী, নাজমুল ইসলাম অপু, তাইজুল ইসলাম, আরাফাত সানি, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, শাহাদাৎ হোসেন ও শুভাগত হোম উপস্থিত ছিলেন।