বৃহস্পতিবার শুনানি শেষে সীতাকুণ্ডের প্যাসিফিক স্টিল এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, এইচ এম স্টিল ইন্ডাষ্ট্রিজকে ৪০ হাজার টাকা এবং জনতা স্টিল শীপব্রেকিং ইয়ার্ডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার একই অপরাধে আরেফিন এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা, এস এইচ এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা, কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার, এন বি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ এবং কে আর শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় তিন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে। এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে তিন প্রতিষ্ঠানকে শুনানিতে ডাকা হয়।
শুনানিকালে প্রতিষ্ঠানগুলোকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।