সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠককালে সফররত ডাচমন্ত্রী এ সহযোগিতার কথা জানান।
বৈঠক শেষে ডাচমন্ত্রীর বরাত দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
নেদারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বৃদ্ধি পেয়েছে জানিয়ে ডাচমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে বাণিজ্য ও উন্নয়ন ছাড়াও ডেল্টা প্লান-২১০০ এর খাত ধরে ধরে বিনিয়োগ বা সহযোগিতা করতে চায় নেদারল্যান্ড।’
বৈঠককালে ডাচমন্ত্রী কাগ বাংলাদেশের সাথে ব্যবসা এবং শিল্পখাতে কাজকরার আগ্রহ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, যেসমস্ত প্রকল্প ও পরিকল্পনা আপনি হাতে নিয়েছেন তা এদেশে পরিবর্তন আনবে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নেদারল্যান্ডের প্রশংসা করে বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দানকারি ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে নেদারল্যান্ড অন্যতম।
এছাড়াও গত ১০ বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও ডাচমন্ত্রীকে জানান শেখ হাসিনা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, ঢাকায় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত হ্যারি ভারিউইজ প্রমুখ।