তারা এর মাধ্যমে শুধু বিনোদন পাওয়া নয়, সেই সাথে নিজেকে সংশোধন করে পুনরায় সমাজে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে পারবেন।
এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহিনের তত্ত্বাবধানে তিন শিক্ষক কাজ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: কারাবন্দীদের মানসিক প্রশান্তি দিতে চালু হয়েছে ‘স্বজন’ সার্ভিস
তাদের দেশের কারাবন্দীদের কর্মকাণ্ডের ওপর গবেষণা করার পরিকল্পনা ছাড়াও পরবর্তী তিন বছরে এ নাটকগুলো মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে।
দেশের কারাবন্দীদের নিয়ে বিশেষত এ জাতীয় গবেষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে অনন্য উল্লেখ করে অধ্যাপক ইসরাফিলের বলেন, ‘আধুনিক বাংলা নাটকের প্রথম দিকে প্রকাশিত মুনির চৌধুরীর কবর নাটকটি তিনি কারাগারে থাকাকালীন লিখেছিলেন। যা পরে তার সাথের লোকজন মিলে ১৯৫৩ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঞ্চস্থ করেছিলেন।’
আরও পড়ুন: কারাবন্দীরা ফোনে আত্মীয়দের সাথে কথা বলতে পারবে: মন্ত্রী
অধ্যাপক ইসরাফিল ইউএনবিকে বলেন, ‘আমাদের গবেষণা ও সাংস্কৃতিক আয়োজনে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনী থেকে বিশেষ বিশেষ অংশ নিয়ে সারা দেশের কারাবন্দীদের অংশগ্রহণে মঞ্চস্থ করা হবে।’
তিনি বলেন, ‘আমরা এ কর্মসূচির অংশ হিসেব এ মাসের শেষের দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যাব। তারপরে আমরা ঠাকুরগাঁও, দিনাজপুর এবং অন্যান্য জেলায় যাব। এ উদ্যোগের উদ্দেশ্য হলো হতাশ কারাবন্দীদের মাঝে আশার আলো জাগিয়ে তোলা, যাতে তারা সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করতে পারেন।’
আরও পড়ুন: করোনায় কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা চেয়ে রিট
সাংস্কৃতিক এ আয়োজনগুলো পরবর্তীতে সারা দেশে কিশোর সংশোধন কেন্দ্র, মানসিক হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হবে বলে জানান দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার সাবেক ছাত্র অধ্যাপক ইসরাফিল।
‘এ জন্য আমরা বিশ্ববিদ্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা অধিদপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতি পেয়েছি,’ যোগ করেন তিনি।
আরও পড়ুন: করোনাভাইরাস: কারাবন্দিদের আদালতে হাজির করা যাবে না
অধ্যাপক ইসরাফিল তার দীর্ঘ ক্যারিয়ারে হ্যারল্ড পিন্টারের ‘দ্য বার্থডে পার্টি’, হেনরিক ইবসেনের ‘এ ডলস হাউস’ ও ‘দ্য লেডি ফ্রম দ্য সি’, চেখভের ‘থ্রি সিস্টারস’ এবং উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’, ‘টুয়েলভথ নাইট’, রোমিও অ্যান্ড জুলিয়েট ও ‘ম্যাকবেথ’সহ ৪০টিরও বেশি নাটক নির্দেশনা দিয়েছেন।