অসমাপ্ত আত্মজীবনী
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ভুটানের জংখা ভাষায় অনূদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) ভুটানের থিম্পুস্থ জিচেনখার মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটান সফররত বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
আরও পড়ুন: সাংবাদিককে দণ্ড: তথ্য প্রতিমন্ত্রীকে অগ্রগতি জানালেন প্রধান তথ্য কমিশনার
ভুটানের প্রিন্সেস ডেচেন ইয়াংজোম ওয়াংচুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনীর’ ভুটানিজ সংস্করণের মোড়ক উন্মোচন করেন।
থিম্পুস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ভুটানের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ভুটান স্টাডিজের (সিবিএস) কমিশনার ও ভুটানের প্রখ্যাত লেখক দাশো কর্মা উড়ার নেতৃত্বে ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি জংখা ভাষায় অনুবাদ করা হয়েছে।
অনূদিত গ্রন্থটি থিম্পুর পিটি প্রিন্টিং থেকে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী ছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, স্বাস্থ্যমন্ত্রী তান্ডিন ওয়াংচুক, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী ইয়ন্তেন ফুন্টশো, স্বরাষ্ট্রমন্ত্রী লিয়েনপো শেরিং, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী নামগিয়াল দরজি, ভুটানে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূ্ত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিব নাথ রায়।
অনুষ্ঠানে থিম্পুস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর সুজন দেবনাথ বাংলাদেশি ও ভুটানি শিক্ষার্থীদের নিয়ে গ্রন্থটির সারমর্ম উপস্থাপন করেন।
আরও পড়ুন: থিম্পুতে ডি-সুং স্কিলিং প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন তথ্য প্রতিমন্ত্রীর
৭ মাস আগে
‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার মাধ্যমে জানা যাবে অজানা ইতিহাস
আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এ উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে রবিবার একটি সংবাদ সম্মেলন ও সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন সিনেমাটির নির্মাতা নজরুল ইসলাম, ক্রিয়েটিভ ডিরেক্টর জুয়েল মাহমুদ, পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক লিটন হায়দারসহ সংশ্লিষ্ট অনেকে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কিছুই আমাদের অজানা। তরুণ প্রজন্ম থেকে শুরু করে মধ্যবয়সীরা বঙ্গবন্ধুর সময়ে ছিলেন না। এই সিনেমার মধ্য দিয়ে সেই সুযোগটা তৈরি হয়েছে। বঙ্গবন্ধু এ দেশ ও দেশের মানুষকে কতটা ভালোবাসতেন তা এখানে উঠে এসেছে। সিনেমাটি আমি দেখেছি। এখানে বঙ্গবন্ধুকে জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর আত্মত্যাগ, তার সংগ্রামের চিত্র ফুটে উঠেছে এখানে। আমি বিশ্বাস করি সবার কাছে সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটির মধ্য দিয়ে অজানা অনেক ইতিহাস জানা যাবে।'
আরও পড়ুন: সরকারি অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় নায়িকা দীঘি
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনেমার পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘সিনেমটিতে বঙ্গবন্ধুর আত্মজীবনীর একটি অংশ নিয়ে সিনেমটি তৈরি হয়েছে। বঙ্গবন্ধু তো একদিনে গড়ে উঠেননি। বঙ্গবন্ধু হয়ে উঠার ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। ইতিহাসনির্ভর সিনেমা তৈরি করতে গেলে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তৈরি করতে হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটা ছিল।’
পরিচালক নজরুল ইসলাম আরও বলেন, ‘সিনেমাটির চিত্রনাট্য আমরা প্রথমে প্রধানমন্ত্রীকে দেখাই, তার কিছু কারেকশন ছিল। সে অনুযায়ী আমরা কাজ শুরু করি। অবশেষে আমরা মুক্তির দ্বারপ্রান্তে। এই সিনেমায় আমার সঙ্গে যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞ। কারণ একটি সিনেমা মানে টিম ওয়ার্ক। সবার প্রচেষ্টায় সিনেমাটি তৈরি করতে সফল হয়েছি। সবাইকে আমন্ত্রণ জানাই সিনামটি দেখার।’
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত দর্শকদের জন্য 'চিরঞ্জিব মুজিব'-এর প্রদর্শনী করা হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমাটির পোস্টার উন্মোচন করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল এবং বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে। বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান। চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম, সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার।
আরও পড়ুন: চরকিতে রায়হান রাফির প্রথম অনলাইন সিনেমা ‘খাঁচার ভিতর অচিন পাখি’
সিনেমা নাটকের দৃশ্যে ধূমপানের ব্যবহার ও প্রদর্শন বন্ধে হাইকোর্টের রুল
২ বছর আগে
পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বঙ্গবন্ধু কর্নার
ভারতের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় পাঞ্জাবের ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’ তে স্থাপিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কর্নার।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি অনুযায়ী বঙ্গবন্ধু কর্নার ধীরে ধীরে একটি সেন্টার হিসেবে রূপান্তরিত হবে বলে জানা গেছে।
মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অশোক মিত্তালের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুনঃ তুরস্কে বঙ্গবন্ধুর ডাকটিকেট অবমুক্ত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই উদ্যোগ নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু কর্নারে থাকবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ছাড়াও বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন সংশ্লিষ্ট অন্যান্য বই। এছাড়াও থাকবে বঙ্গবন্ধু ও বাংলাদেশের তথ্য আদান-প্রদানের জন্য অডিও-ভিজ্যুয়াল ইন্টারফেস।
আরও পড়ুনঃ দক্ষিণ কোরিয়ার ইয়নসে বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন
৩ বছর আগে
কারাবন্দীদের আত্মসংশোধনে ঢাবি অধ্যাপকদের চেষ্টা
সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে বঙ্গবন্ধুর কারাস্মৃতি নিয়ে রচিত ‘কারাগারের রোজনামচা’ এবং মুনির চৌধুরীর ‘কবর’ নাটকে অভিনয় করবেন দেশের ৬৮ কারাগারে থাকা নাট্যপ্রেমী বন্দীরা।
৩ বছর আগে
বাঙালি জাতির স্বকীয়তা বঙ্গবন্ধুর জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতা এবং বাঙালি জাতির স্বকীয়তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত।
৪ বছর আগে
‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র স্পন্সর করছে সিকদার গ্রুপ
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ নির্মাণে পাঁচ কোটি টাকা স্পন্সর করছে সিকদার গ্রুপ।
৪ বছর আগে