ঢাকা বিশ্ববিদ্যালয়
ইউজিসি সদস্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. হাসিনা খান
বিশিষ্ট গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীরের সাথে সাক্ষাৎ শেষে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের কাছে তার যোগদানের চিঠি পেশ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় তাকে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয়।
অধ্যাপক ড. হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক।
স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
ইউজিসি প্রফেসর হিসেবেও বিশিষ্ট এ গবেষক দায়িত্ব পালন করেন।
ইউজিসি সদস্য হিসেবে যোগ দেওয়ায় অধ্যাপক ড. হাসিনা খানকে অভিনন্দন জানিয়েছে কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব), সদস্যবৃন্দ, সচিব, বিভাগীয় প্রধানগণ, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়ন।
টিএসসিতে গাছ পড়ে রিকশাচালকের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টিএসসির সামনে বৃহস্পতিবার গাছ পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
নিহত শরিফুল ইসলাম (৪০) শেরপুর জেলার বাসিন্দা।
এ ঘটনায় গাছের পাশে দাঁড়িয়ে থাকা ২-৩ শিক্ষার্থী সামান্য আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে আশ্রয় নেওয়ার সময় গাছটি তার উপর ভেঙে পড়ে। এতে তিনি আহত হন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বাস চাপায় অটোরিকশাচালক নিহত
ঢাকা মেডিকেল কলেশ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানটি পরিষ্কার করেন। দলটির এক সদস্য আক্তার হোসেন বলেন, ‘আমরা অনুমান করছি, গাছটির শেকড় পচে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। এটা আমাদের প্রাথমিক অনুমান।’
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে রিকশাচালক দগ্ধ
সিলেটে দুই অটোরিকশাচালকের মারামারিতে একজনের মৃত্যু
আমন্ত্রণ ছাড়াই কিছু বিদেশি আসেন: কাদের
বিশ্বের অন্য দেশের গণতন্ত্র নিয়ে বিদেশিদের মাথাব্যথা না থাকলেও বাংলাদেশের বিষয়ে তারা নাক গলাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘ইউরোপীয় নেতারা কয়েকদিন পর পর এখানে আসেন। অথচ আমরা তাদের আমন্ত্রণ জানাইনি। কিন্তু এত অতিথি কোথা থেকে আসে? ইউরোপীয় ও আমেরিকান অতিথিরা আমাদের না জানিয়ে এখানে আসেন।’
আরও পড়ুন: খেলা হবে তারেক ও হাওয়া ভবনের বিরুদ্ধে: ওবায়দুল কাদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক কালের নাইজার অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা অন্য কোনো দেশের গণতন্ত্র নিয়ে এতটা আগ্রহ দেখায় না। "এখানে একটি খেলা আছে। অন্য কোনো দেশের গণতন্ত্র নিয়ে তাদের এত মাথাব্যথা নেই।’
মার্কিন যুক্তরাষ্ট্রের নাম না করে কাদের বলেন, তারা হুমকি দেয়, নিষেধাজ্ঞা আরোপ করে এবং ভিসা নীতি ঘোষণা করে।
আরও পড়ুন: বিএনপি উন্নয়নের সুবিধা নেয় কিন্তু প্রশংসা করতে পারে না: ওবায়দুল কাদের
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বিএনপির বিরুদ্ধে প্রয়োগ করা যেতে পারে। “মূল বিষয় হলো নতুন মার্কিন ভিসা নীতি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে যারা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে। বিএনপি এমন কাজ করছে। আমরা তা করছি না। আমরা নির্বাচন চাই। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই।
আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরাও দেখব এই নিষেধাজ্ঞার অর্থ কী এবং নির্বাচনের নামে অগ্নিসংযোগের পরিকল্পনার ক্ষেত্রে কার বিরুদ্ধে এই ভিসা নীতি প্রয়োগ করা হবে।’
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিএনপির দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তান ছাড়া বিশ্বের আর কোথাও এমন সরকারের লক্ষণ নেই।
আরও পড়ুন: রবিবার সারাদেশে আ. লীগের বিক্ষোভ কর্মসূচি: ওবায়দুল কাদের
তিনি আরও বলেন, ‘ফখরুল সাহেব, তত্ত্বাবধায়ক সরকার চাইলে পাকিস্তানে যান। এমনকি বিশ্বের আর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের চিহ্ন নেই।’
ঢাবি ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের একযোগে পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের অনৈতিকতা ও আইন লঙ্ঘনের প্রতিবাদে ২১ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
রবিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নেতারা।
ঢাবি ছাত্র অধিকার পরিষদ ইউনিটের সভাপতি আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের সাংগঠনিক গঠনতন্ত্রের ৮ অনুচ্ছেদের ১ ধারা লঙ্ঘন করেছেন। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাকর্মীরা লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু তারা আমাদের অভিযোগ আমলে নেন নি।’
তাদের পদে বহাল থাকা নেতাদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: অভ্যন্তরীণ কোন্দলে ভাঙনের দ্বারপ্রান্তে গণ অধিকার পরিষদ
তিনি আরও বলেন, ‘তারা সাংগঠনিক নীতিমালা লঙ্ঘন করায় তাদের পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে গেছে। কিন্তু ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং জিএস আরিফুল ইসলাম আদিব এখনও তাদের পদে বহাল রয়েছেন।’
তিনি বলেন, ‘এটা সাংগঠনিক শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। এমন পরিস্থিতিতে আমরা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতাকর্মীরা একযোগে সংগঠন থেকে পদত্যাগ করছি।’
এর আগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা করা হলেও কেন্দ্রীয় কমিটি তাদের মাতৃ সংগঠন 'গণ অধিকার পরিষদ'-এর প্রতি অন্ধ অভিযোগে কমিটি সম্মিলিতভাবে পদত্যাগ করে।
আরও পড়ুন: নুর-সমর্থকরা তালাবদ্ধ অফিসে প্রবেশের চেষ্টা
গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ
নেতাকর্মীদের লাগাম টানতে ১০ দফা নির্দেশনা ঢাবি ছাত্রলীগের
ক্ষমতাসীন দলের ছাত্র ফ্রন্ট বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ধারাবাহিক অপ্রীতিকর ঘটনার পর শৃঙ্খলা ফেরাতে আপাত প্রচেষ্টায় ঢাবি ইউনিটের নেতাকর্মীদের জন্য দশটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় ছাত্রলীগের বাইরের কোনো গ্রুপের কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত না করা অন্তর্ভুক্ত; মোটরবাইক শোডাউনে জড়িত না হওয়া; উচ্চস্বরে, উচ্ছৃঙ্খলভাবে আচরণ না করা; ক্যাম্পাসের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়া; শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং হলের শিক্ষার পরিবেশকে ব্যাহত করে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়া; হলের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেয়া; চারপাশ পরিষ্কার রাখতে ব্যানার ও ফেস্টুন ব্যবহার না করা; অন্যান্য ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং বাস কমিটিসহ প্রগতিশীল ও অন্যান্য সংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা; গণমাধ্যকর্মীদের সঙ্গে সহযোগিতা করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদি সহ অপকর্ম ও অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সহায়তা করা এবং সংগঠনের নিয়ম লঙ্ঘন করে এমন কোনো কাজে জড়িত না হওয়া।
আরও পড়ুন: পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই নেতা আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের সই করা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
সাম্প্রতিক ঘটনার আলোকে অনেক নেতাকর্মীকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে ছাত্রলীগ।
আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের নেতার বিরুদ্ধে দম্পতির শ্লীলতাহানির অভিযোগ
ঢাবিতে পাঁচ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র উৎসব শুরু
ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি (ডিইউএফএস) ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে 'আমার ভাষা চলচ্চিত্র উৎসব' নামে পাঁচ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এবং ডিইউএফএস-এর মডারেটর হাবিবা রহমান এবং ডিইউএফএস-এর সভাপতি শিয়ান শাহরিয়ার আলমগীর।
রবিবার টিএসসি অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়েছে, যেখানে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২২টি বাংলা ক্লাসিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আরও পড়ুন: দুই বছর পর ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হচ্ছে বইমেলা
আজ যে কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে সেগুলো হল সিমানা পেরিয়ে, গোলাপী এখন ট্রেনে, বেহুলা, ইন্টারভিউ, আবার তোরা মানুষ হো, আনন্দ অশ্রু, শিল্প শহর স্বপ্নলোক, বাঞ্চারামের বাগান এবং মন্দ মেয়ের উপখ্যান।
আগামী তিন দিনের মধ্যে প্রদর্শিত হওয়ার জন্য নির্ধারিত কিছু চলচ্চিত্র হল চিত্রাঙ্গদা, পরবাসী, ঢেউ, দূরে, মানিকবাবুর মেঘ, বল্লভপুরের রূপকথা, শিমু, কুড়া পক্ষীর শূন্যে উড়া, হাওয়া, ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা, দামাল এবং সাঁতাও।প্রতিদিন চারটি সেশনে চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রথম স্ক্রীনিং প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে, দ্বিতীয়টি প্রতিদিন দুপুর ১টায় শুরু হবে, তৃতীয়টি বিকাল ৩টা ৩০ মিনিটে এবং শেষ স্ক্রীনিং শুরু হবে সন্ধ্যা ৬টায়।
দর্শনার্থীরা ভেন্যুতে প্রবেশের জন্য টিকিট কিনতে হবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
প্রতিটি ছবির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
আরও পড়ুন: আলোকচিত্র প্রদর্শনী 'প্রত্যাশা: অভিবাসীদের আশা' শুরু মঙ্গলবার
টাঙ্গাইলে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন
কক্সবাজার সৈকতে বিশাল ‘প্লাস্টিকের দৈত্য’
‘প্লাস্টিক মানুষ ও প্রকৃতির জন্য হুমকি’-এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির প্লাস্টিক দৈত্য।
২০ বস্তা পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে ৩৮ ফুট উঁচু ও ১৪ ফুট চওড়া এক দানব। এটা বানাতে ব্যবহার হয়েছে চিপসের প্যাকেট, পানির বোতল, ভাঙা বালতি, চেয়ার, বলসহ নানা ধরনের প্লাস্টিক বর্জ্য। ১৬ জন স্বেচ্ছাসেবক গত সাত দিন ধরে এ দানব তৈরি করেছেন।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা গড়ে না ওঠায় তা পরিবেশে মারাত্মক প্রভাব ফেলছে। পরিত্যক্ত প্লাস্টিকে মানুষ ও বিভিন্ন প্রাণী রয়েছে হুমকিতে।
এ বিষয়ে সচেতনতা তৈরিতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে গেলে দেখা মিলবে এক অদ্ভুত ‘দানব’র। সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা তৈরিতে এ প্লাস্টিক দানব তৈরি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
সরেজমিনে দেখা যায়- পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে একটি দানব তৈরি করা হয়েছে। এতে ব্যবহার হয়েছে চিপসের প্যাকেট, পানির বোতল, ভাঙা বালতি, চেয়ার, বলসহ নানা ধরনের প্লাস্টিকের বর্জ্য। ১৬ জন স্বেচ্ছাসেবক গত সাত দিন ধরে এ দানব তৈরি করেছেন।
আরও পড়ুন: প্লাস্টিক দিন, চাল ও খাদ্য সামগ্রী নিন: সেন্টমার্টিন দ্বীপ বর্জ্যমুক্ত করতে বিদ্যানন্দের উদ্যোগ
ঢাবি এলাকায় ধাক্কা দিয়ে প্রাইভেটকার টেনে নিয়ে গেল নীলক্ষেতে, হাসপাতালে নারীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে এক নারীকে টেনে নিয়ে গেলো নীলক্ষেত মোড় পর্যন্ত। গুরুতর আহত অবস্থায় ওই নারীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
নিহতের নাম রুবিনা আক্তার (৪৫)। তিনি একজন গৃহিণী ছিলেন। দুই বছর আগে নিহতের স্বামী মারা গেছেন। তাদের একটি ছেলে রয়েছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রুবিনা বাইক থেকে পড়ে যান এবং গাড়ির নিচে পিছলে টায়ারের সঙ্গে জড়িয়ে পড়েন। প্রাইভেটকার তাকে নীলক্ষেত মোড় পর্যন্ত টেনে নিয়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত
কী ঘটছে তা লক্ষ্য করে সাধারণ মানুষ গাড়িটিকে গতিরোধ করেন। নারীকে গুরুতর অবস্থায় গাড়ির নিচ থেকে বের করে আনা হয়েছিল। অন্যদিকে উত্তেজিত জনতা চালককে মারধর করে এবং তার গাড়ি ভাঙচুর করে।
পরে পুলিশ এসে গুরুতর আহত নারী ও চালক দু’জনকেই ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।
নিহত রুবিনা আক্তারের দেবর নুরুল আমিন ইউএনবিকে জানান, তিনি তার ভাবীর সঙ্গে মোটরসাইকেলে তেজগাঁও থেকে হাজারীবাগে বোনের বাসায় যাচ্ছিলেন।
তিনি বলেন, আমরা শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার আমাদেরকে ধাক্কা দিয়ে শাহাবাগ থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত টেনে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমি গাড়ি থামানোর জন্য পিছন থেকে চিৎকার করছিলাম। কিন্তু চালক আমার কথা শোনেনি।
প্রাইভেটকারের চালক জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।
শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, আমরা প্রাইভেটকারটি আটক করেছি। তবে এখনও কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত
ঢাবির জগন্নাথ হল ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের দশম তলা থেকে পড়ে এক আবাসিক ছাত্রের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জগন্নাথ হল থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম লিমন কুমার রায় (২০)।’
লিমন কুমার রায় রংপুর জেলার বাসিন্দা এবং ঢাবির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) বিভাগের ছাত্র।
সে জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের ৪০২১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।
হল সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের দশম তলা থেকে ঝাঁপ দেয় ওই শিক্ষার্থী। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ প্রসঙ্গে জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ‘সকাল ১০টার দিকে সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে পড়ে যান লিমন নামের এক ছাত্র। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।’
তবে তার মৃত্যু আত্মহত্যা কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: ঘুমের ঘোরে ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
ঢাবির হলের ক্যান্টিনে শিক্ষার্থীদের তালা
নিম্নমানের ও পচা খাবার পরিবেশনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হলের ক্যান্টিনে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুরে পোকাযুক্ত নষ্ট ভাত দেখে ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এসময় ক্যান্টিনের রান্নাঘর থেকে আরও পচা খাবার উদ্ধার করা হয় এবং পরে হলের মাঠে বের করে আনা হয়।
অভিযান চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে ক্যান্টিনের ব্যবস্থাপক মোবারক হোসেনের বাকবিতণ্ডা হয়। পরে সিনিয়র শিক্ষার্থীদের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিনের সব খাবার পচা এবং চালের নামে চালের গুঁড়া খাওয়ানো হচ্ছে। এছাড়া সব ধরনের মাছ, মাংস ও তরকারি খাওয়াও অসম্ভব।
শিক্ষার্থীরা ক্যান্টিনের ম্যানেজারকে অপসারণ এবং ক্যান্টিন পরিষ্কার ও মানসম্মত না হওয়া পর্যন্ত তালাবদ্ধ করে রাখার হুমকি দিয়েছে।
ক্যান্টিনে ইউএনবির এই প্রতিবেদক দেখতে পান, ভাতে পোকা, রান্না করা মুরগির তরকারির ভেতর মুরগির পালক এবং ফ্রিজের ভেতরে থাকা বেশিরভাগ খাবার নষ্ট।
আরও পড়ুন: যৌন নিপীড়ন: ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
শিক্ষার্থীদের জেরার মুখে ক্যান্টিনের ম্যানেজার মোবারক দাবি করেন, দোকানদার ভুল করে পচা চালের বস্তা দিয়েছিলেন।
ফ্রিজের ভেতরে পচা মাংসের প্যাকেট সম্পর্কে তিনি বলেন, এটা এক ছাত্র রেখে গেছে।
জসীম উদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক মুহাম্মদ আবদুর রশিদ, হাউজ টিউটর মো.জহিরুল ইসলাম, হল শাখা ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানসহ অন্যান্য শিক্ষার্থীরা ক্যান্টিনে এসে পরিস্থিতি শান্ত করেন।
ক্যান্টিনের খাবার দেখে হল প্রভোস্ট ক্যান্টিন ম্যানেজারকে পালক দিয়ে রান্না করা মুরগি খেতে বলেন।
প্রভোস্ট বলেন, ‘এই খাবারগুলো শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। দোষীকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যান্টিন বন্ধ থাকবে।’
আরও পড়ুন: ঢাবি শিক্ষিকা সামিয়া রহমানের পদাবনতির সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট
ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে