মানিকগঞ্জে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণের মধ্য দিয়ে পাক হানাদার মুক্ত দিবসের সূচনা করা হয়েছে।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন করে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। পরিচালনা করেন বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর পাক হানাদারমুক্ত হয় মানিকগঞ্জ। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এই অঞ্চলে শহীদ হন ৫৮ জন মুক্তিযোদ্ধা। হত্যা করা হয় প্রায় ৭ হাজার নিরস্ত্র মানুষকে।
হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে মানিকগঞ্জে আজ থেকে শুরু হয়েছে ১৫ দিনের বিজয় মেলা।