জেলা
চট্টগ্রাম জেলার ১২ থানার ওসি একযোগে প্রত্যাহার
চট্টগ্রাম জেলার ১৬ থানার মধ্যে ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে প্রত্যাহার করে তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রামের নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খানের সই করা এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
এতে জানানো হয়, চট্টগ্রাম জেলা ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে জেলা পুলিশের লাইন ও আর এ সংযুক্ত করা হলো।
প্রত্যাহার হওয়া ১২ ওসি হলেন- ফটিকছড়ি থানার মীর মো. নুরুল হুদা, হাটহাজারীর মো. মনিরুজ্জামান, রাউজানের জাহিদ হোসেন, আনোয়ারার মোল্লা জাকির হোসেন, পটিয়া থানার জসীম উদ্দিন, চন্দনাইশ থানার ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার মিজানুর রহমান, ভূজপুর থানার মো. কামরুজ্জামান, বোয়ালখালী থানার মো. আহছাব উদ্দিন, বাঁশখালী থানার তোফায়েল আহমেদ, মিরসরাই থানার মোহাম্মদ সহিদুল ইসলাম ও সন্দ্বীপ থানার ওসি মো. কবির হোসেন।
আরও পড়ুন: জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশে সংস্কার আনা হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘পুলিশ সুপার ১২ ওসিকে থানা থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন। এসব থানায় দ্রুততম সময়ের মধ্যে নতুন ওসি পদায়ন করা হবে বলে।’
আরও পড়ুন: আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ, পরিচয় মিলেছে জড়িতদের: পুলিশ
৩ মাস আগে
বন্যাকবলিত ১০ জেলায় ১২৩৫ মোবাইল টাওয়ার অকেজো: বিটিআরসি
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ জেলার ১৩ হাজার ৪৯১টি মোবাইল টাওয়ারের মধ্যে ১ হাজার ২৩৫টি অকেজো হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
জেলাগুলো হলো- নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট।
ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী মোবাইল অপারেটর এবং টাওয়ার অপারেটরদের পরিষেবাগুলো পুনরায় চালু করার জন্য সরঞ্জাম, জেনারেটর এবং জ্বালানি বহনের জন্য জাহাজ এবং স্পিডবোটসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।
তবে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পানির নিচে তলিয়ে যাওয়া টাওয়ারগুলো সচল হবে না।
জেনারেটরের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপিত হওয়ায় বন্যাকবলিত এলাকায় চার্জিং সুবিধাও দিচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে মৌলভীবাজার ও সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির কারণে টেলিযোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে মোবাইল অপারেটর, টাওয়ার কো-অপারেটর ও কর্তৃপক্ষ মোবাইল নেটওয়ার্ক পুনরায় সচল করার চেষ্টা করছে।
৩ মাস আগে
সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে, আরও ৩ জেলায় বন্যার আশঙ্কা
সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। কারণ বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেত্রকোণা জেলার নদীসংলগ্ন কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে।
আরও পড়ুন: বন্যা মোকাবিলায় সিসিকের হটলাইন নম্বর চালু
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদী সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
এতে আরও বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার দুধকুমার, তিস্তা ও ধরলা নদীসমূহের পানি বাড়তে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৭২ ঘণ্টা তা অব্যাহতভাবে বৃদ্ধি পেতে পারে।
গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সুরমা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে এফএফডব্লিউসি।
আরও পড়ুন: সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি মানুষের সংখ্যা বেড়ে ৭ লাখ
৬ মাস আগে
বজ্রপাতে তিন জেলায় ৫ জনের মৃত্যু
বাগেরহাট, চুয়াডাঙ্গা ও কুমিল্লায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) সকালে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বান্দঘাটায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার মিলন ও পিরোজপুর জেলার আইয়ুব আলীর ছেলে মোস্তফা।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সময় বান্ধঘাট এলাকায় একটি মালবাহী বাহনে ইট ও বালু বোঝাই করার সময় কয়েকজন শ্রমিক বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আহত হন আরও ৬জন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনা উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার পাতাছড়া গ্রামের মৃত খেদার মল্লিকের ছেলে আহমেদ মল্লিক, দর্শনা উপজেলার ঝাজরি গ্রামের আব্দুল মালেকের ছেলে রুবেল। এতে আহত হয়েছেন একই উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের স্ত্রী টুনু খাতুন।
আরও পড়ুন: ৩৮ দিনে বজ্রপাতে ৩৫ কৃষকসহ ৭৪ জনের মৃত্যু
সকাল ৯টার দিকে মাঠে কাজ করছিলেন আহমেদ মল্লিক। বজ্রপাত শুরু হলে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রুবেল বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান এবং টুনু খাতুন কাজ করার সময় বাড়ির উঠানে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ও দর্শনা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত সিয়াম মুরাদনগর উপজেলার হুমায়ুন মিয়ার ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু
৭ মাস আগে
প্রতিটি জেলায় রেল সংযোগ দেওয়া হবে: রাজবাড়ীতে রেলপথমন্ত্রী
রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকীম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের প্রতিটি জেলায় রেল সংযোগ ও রেল সংযোগ দেওয়া হবে।
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দরে রেল সংযোগ দেওয়া হবে। সেই লক্ষ্যে রেলের কোচ ও ইঞ্জিন আমদানি করা হয়েছে, আরও কিছু আমদানি করা হবে।
শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ট্রেনে করে রাজবাড়ী স্টেশনে এসে পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: পুরোনোদের অভিজ্ঞতা নিয়ে রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে: রেলমন্ত্রী
মন্ত্রী বলেন, রাজবাড়ীতে ১০৫ একর জায়গা নিয়ে একটি কারখানা করা হবে- যা সৈয়দপুর কারখানার চেয়েও বড় হবে। এখানে সকল প্রকার মেরামত ও বগি তৈরির কারখানাও করা হবে।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রেলের খাবার মানসম্মত না হলে চুক্তি বাতিল: রেলমন্ত্রী
৯ মাস আগে
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতে সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শহরের সমাজকল্যাণ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থান থেকে পলাতক ৩ আসামি গ্রেপ্তার
জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, একাধিক মামলার আসামি জামায়াত নেতা জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ৮ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জাহিদুলের নেতৃত্বে জেলা শহরের নিউ ঢাকা রোডে ঝটিকা মিছিল বের করে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন রাতেই জামায়াতের দুই নেতা আইনজীবী মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, এ ঝটিকা মিছিলের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে জেলা জামায়াতের দুই নেতা আইনজীবী মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান।
আরও পড়ুন: বেটিং অ্যাপসের মাধ্যমে ডলার পাচার, খুলনায় গ্রেপ্তার ৮
মৃত সেজে ৬ বছর আত্মগোপনে থাকা স্ত্রী হত্যার আসামি গ্রেপ্তার
১ বছর আগে
চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর বন্যা পরিস্থিতি ২৪ ঘণ্টায় উন্নতি হতে পারে: এফএফডব্লিউসি
মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ফেনী, বান্দরবান ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
এফএফডব্লিউসি তার নিয়মিত বুলেটিনে বলেছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধির প্রবণতা রয়েছে যা আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
এতে বলা হয়েছে, গঙ্গা-পদ্মা নদীগুলি স্থিতিশীল অবস্থায় রয়েছে, যা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত প্রধান নদীগুলোর পানি বৃদ্ধির প্রবণতা রয়েছে।
আরও পড়ুন: বান্দরবানে বন্যায় ৩০ হাজার মানুষ পানিবন্দি
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্যার পানিতে নৌকাডুবি, ব্যবসায়ী নিখোঁজ
এ কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালী, ভুগাই-কংশা, সোমেশ্বরী, জাদুকাটাসহ সব প্রধান নদ-নদীর পানি কোনো না কোনো সময় দ্রুত বাড়তে পারে।
এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকা ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এবং অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরীসহ দেশের প্রধান সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ধীর গতিতে পতন হতে পারে।
এতে আরও বলা হয়, বল্লা পয়েন্টে খোয়াই নদী স্বল্প সময়ের জন্য বিপদসীমা অতিক্রম করতে পারে।
আরও পড়ুন: বান্দরবানে ভূমিধসে মা-মেয়েসহ নিহত ৩
১ বছর আগে
দেশের তিন জেলায় বজ্রপাতে ৩ জন নিহত
দেশে বজ্রপাতে রবিবার ময়মনসিংহ, কুড়িগ্রাম ও রাজশাহীতে তিনজনের মৃত্যু হয়েছে।
ইউএনবির ময়মনসিংহ প্রতিনিধি জানান, জেলার হালুয়াঘাটে বজ্রপাতে এক হাঁস খামারীর মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার বিলডোরা মোজাকান্দা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত মো. ইন্তাজ আলী (৭০) ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় হালখাতার মাইক টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, নিহত ইন্তাজ আলীর একটি হাঁসের খামার আছে। সকালে বাড়ির পাশে পতিত কৃষি জমিতে হাঁস চড়াতে যান তিনি। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউএনবির কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার রৌমারী উপজেলায় বাড়ির পাশের বিলে মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী (৩৫) রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের তিনতলী গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুরের দিকে শুকুর আলী বাড়ির পাশের বিলে মাছ ধরতে গেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।
অন্যদিকে ইউএনবির রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীর পবায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নওহাটা পৌরসভার পাকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় (১৭) মহানগরীর ১৭নং ওয়ার্ডের বড় বনগ্রাম শেখপাড়া এলাকার জিয়ারুলের ছেলে।
জয়ের চাচাতো দুলাভাই পাকুড়িয়া গ্রামের জিয়ারুল জানান, তার চাচাতো শ্যালক জয় ও তার বন্ধু সিয়াম সকালে এখানে ঈদের দাওয়াতে বেড়াতে এসেছিল। দুপুরের খাবার শেষে জয় ও সিয়াম বাড়ি থেকে বের হয়ে নওহাটা পৌরসভার পাকুড়িয়া ব্রিজের পাশে যায়। এর কিছুক্ষণ পর কোনোরকম বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জয় ঘটনাস্থলেই মারা যায় এবং সিয়াম আহত হয়। এদিকে সিয়ামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, লাশের ময়নাতদন্ত হবে কী না সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা লাশ নিতে চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।
তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে বলেও জানান তিনি
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
নাটোরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
১ বছর আগে
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ৯
দেশের চার জেলায় বজ্রপাতে নয়জন মারা গেছেন। মঙ্গলবার বিভিন্ন সময় নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম এবং চাঁদপুরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
ইউএনবির নরসিংদী প্রতিনিধি জানান,
নরসিংদী জেলার পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে পৃথক সময়ে জেলার রায়পুরা, মনোহরদী ও শিবপুর উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২) এবং শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫), শিবপুরের সাধারচরের খোরশেদ মিয়ার ছেলে কৃষক খোকন মিয়া (৩০) এবং মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে রায়হান মিয়া (৩০)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় নিহত ৩
নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, বিকালে বাড়ির অদূরে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন পাতরদিয়া গ্রামের প্রবাস ফেরত রায়হান মিয়া। হঠাৎ বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে পৌঁছামাত্র বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় রায়হান মিয়া।
দুই মাস আগে ছুটিতে দেশে আসেন কাতার প্রবাসী রায়হান মিয়া।
অন্যদিকে, রায়পুরা উপজেলায় মঙ্গলবার বিকালে বজ্রপাতে নিহত হন গৃহবধূ সামসুন নাহার।
শ্রীনগর ইউনিয়ন পরিষদ সদস্য জালাল উদ্দিন জানান, ওই গৃহবধূ খড়ের গাদা তৈরির জন্য বাড়ির পাশের একটি জমি থেকে খড় আনতে গিয়েছিলেন। তখন বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত হয়।
এদিকে, মঙ্গলবার বিকালে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন শিবপুরের সাধারচর এলাকার কৃষক খোকন মিয়া।
এছাড়া, মঙ্গলবার বিকালে একই উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরে বাড়ির সামনে ফুটবল নিয়ে খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাবেদ মিয়া নামে এক কিশোরের।
ইউএনবির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বাঞ্ছারামপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন।
মঙ্গলবার বিকালে নাসিরনগরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বজ্রপাতে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়।
নিহত মোজাম্মেল হক উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মতি মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বজ্রপাতে একজন নিহত ও কাইয়ূম নামে এক ব্যক্তি আহত হন।
নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়।
অন্যদিকে, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে মিত্র চাকমা জানান, বজ্রপাতে মনু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার মানিকপুরে তিনি জমিতে কাজ করছিলেন, তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউএনবির কুড়িগ্রাম প্রতিনিধি জানান,
কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- উলিপুর উপজেলার শাহজালাল (৪৫) ও চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ওব্রু শেখ (৫০)।
ইউএনবির চাঁদপুর প্রতিনিধি জানান,
চাঁদপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে।
নিহত মো. হাসান মিজি (৪৫) উপজেলার রামপুর ইউনিয়নের পশ্চিম ছোট সুন্দর গফুর মিজি বাড়ির মৃত মো. কলিমউদ্দিন মিজির ছেলে।
স্থানীয়রা জানান, হাসান মিজি বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান। তখন প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড় ও বজ্রবৃষ্টি উপেক্ষা করে বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী ইউএনবিকে জানান, স্থানীয় ছোট সুন্দর বাজারের সরকারি রেজিস্টার্ড চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া নিহতের লাশ তার বাড়িতে রয়েছে বলেও চেয়ারম্যান নিশ্চিত করেন।
আরও পড়ুন: পাবনায় বজ্রপাতে ১৪ গরুসহ প্রাণ গেল কৃষকের
মাগুরা ও রাজবাড়ীতে বজ্রপাতে নিহত ৫
১ বছর আগে
শনিবার সব মহানগর ও জেলায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দলগুলো
চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং সমমনা দলগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানসহ তাদের ১০ দফা দাবি আদায়ে শনিবার দেশের সব বিভাগীয় ও জেলা শহরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে।
বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং আওয়ামী লীগ সরকারের কথিত সর্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে দলের প্রতিবাদ করাও এই কর্মসূচির উদ্দেশ্য।
কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর বিএনপি যৌথভাবে অবস্থান কর্মসূচি পালন করবে।
একই সময়ে অন্যান্য মহানগরী ও জেলা শহরেও একই কর্মসূচি পালন করবেন দলের নেতাকর্মীরা।
বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও পিপলস পার্টি, পেশাজীবি গণতান্ত্রিক জোট, ১২ দলীয় জোট, লেবার পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য এবং এলডিপিও রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে কর্মসূচি পালন করবে।
আরও পড়ুন: ইসির অনানুষ্ঠানিক আলোচনার আহ্বান বিএনপির প্রত্যাখান
তবে দীর্ঘদিন ধরে যুগপৎ কর্মসূচি পালন করে আসা গণতন্ত্র মঞ্চ শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে না।
গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, রবিবার বিএনপির সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে এবং বিএনপি নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবেন।
গত বছরের ডিসেম্বরে বিএনপি ও সমমনা দল ও জোট বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের অভিন্ন লক্ষ্যে একযোগে আন্দোলন শুরু করে।
এ পর্যন্ত তারা ১০ দফা দাবি আদায়ে দেশের সব ইউনিয়ন, জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে।
এছাড়া গত ২৮ জানুয়ারি থেকে রাজধানীর পাঁচটি এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করেন বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখার নেতাকর্মীরা।
আরও পড়ুন: গণমাধ্যমকে ঠেকাতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে ‘চূড়ান্ত’ দমন-পীড়ন চালাচ্ছে: বিএনপি
১ বছর আগে