ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা শেষে ডাম্পিংয়ের কাজ চলছে।
রবিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সোনারগাঁও উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত কনকা ইলেক্ট্রনিক্সের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পুরান ঢাকায় প্লাস্টিকের কারখানায় আগুন
এসময় মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তিন তলা ভবনটির নিচ তলায় স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: গাজীপুরে জুতার কারখানায় আগুনে পুড়ে নারী শ্রমিকের মৃত্যু
তবে, অগ্নিকাণ্ডের ব্যাপারে কারখানার কোনো শ্রমিক-কর্মচারি মুখ না খুললেও আগুনে বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক্স সামগ্রী ও মালামাল পুড়ে গেছে। আগুন লাগার পর তৈরি ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। শ্রমিকরা বেরিয়ে এসে নিরাপদে আশ্রয় নেন। আতংকে উপরের ফ্লোর থেকে কয়েকজন শ্রমিক নিচে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম নিট কারখানায় আগুন
সোনারগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার বলেন, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ আশপাশের ১২টি ইউনিট কাজ করছে। বেলা পৌনে ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত সোনারগাঁও ফায়ার সার্ভিসসহ মেঘনা ও গজারিয়ার মোট ১২টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।