আগুন নিয়ন্ত্রণে
পল্টনের মানিকগঞ্জ হাউজের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ২৪ মিনিট থেকে শুরু করে সাড়ে ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে।
এর আগে সকাল ৯টা ১৭ মিনিটে এই অগ্নিকাণ্ড হয়।
চারতলা ভবনের দ্বিতীয় তলায় একটি ‘ল’ চেম্বারে এই আগুন লাগে বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিটসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সচিবালয়ের ভবনের আগুন ৩ ফ্লোরে ছড়িয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১ দিন আগে
বনানী বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
রাজধানীর বনানীর একটি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকালে বনানীর ২২ নম্বর সড়কের কে ব্লকে এ আগুন লাগে। ভোর সাড়ে ৫টা দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পান। ভোর ৫টা ৪১ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন: রাজধানীর উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে
এরপর বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তাদের প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
অগ্নিনির্বাপণ অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।
এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান মো. সালেহ উদ্দিন।
আরও পড়ুন: খুলনায় আগুনে পুড়ল ৩ পোশাকের দোকান
২ সপ্তাহ আগে
২২ ঘণ্টা পর মুন্সিগঞ্জের সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে
মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দির সিকিরগাঁওয়ে সুপার বোর্ড কারখানার আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সোমবার বেলা ১১টায়।
আরও পড়ুন: রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
এই আগুন নিয়ন্ত্রণে রোবটিক অগ্নিনির্বাপক যন্ত্রও ব্যবহার করা হয়। পুরোপুরি নেভাতে এখনো চলছে কাজ।
১০ বছরের ব্যবধানে এমন ভয়াবহ আগুনের পুনরাবৃত্তি ঘটেছে। এর কারণ অনুসন্ধানে সোমবার সকাল থেকে কাজ করছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, আশপাশের ফ্যাক্টরিগুলোতে আগুন ছড়াতে পারেনি। এতে কোটি কোটি টাকার সম্পদ রক্ষা হয়েছে, আর তাই আগুন অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা গেছে। এর আগে এই ফ্যাক্টরির আগুন নেভাতে সময় লেগেছিল পাঁচ দিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতি ১৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মো মাসুদুল আলম বলেন, আগুনের এই পুনরাবৃত্তির কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পাঁচ সদস্যদের কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে। কমিটি সাত কর্মদিবসে মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই
বনানী বস্তির আগুন নিয়ন্ত্রণে
৯ মাস আগে
নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম মার্কেটে লাগা আগুন এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (২ মার্চ) বিকাল ৪টা ৩৬ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল বেইলি রোডের আগুনে নিহত বৃষ্টির
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: বেইলি রোডে আগুনের ঘটনায় মোদির শোক
১০ মাস আগে
চট্টগ্রামে টায়ারের গুদামের আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল স্বাভাবিক
চট্টগ্রাম মহানগরীর ঢাকা-চট্টগ্রাম রেল রুটের পাশে অবস্থিত টায়ারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। একইসঙ্গে স্বাভাবিক হয়েছে এই রুটের ট্রেন চলাচল।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অত্যাধিক গরমে ফের লাইন বেঁকে ট্রেন চলাচল বন্ধ
এর আগে বেলা পৌনে ১টার দিকে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় এলাকার ওই টায়ার গুদামে আগুন লাগে। এ কারণে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে বা বের হতে পারেনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১১ ইউনিটের চেষ্টায় টায়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, আমরা দুপুর ১২টা ৪৫-এর দিকে আগুন লাগার খবর পাই। তৎক্ষণাৎ আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তী সময়ে বায়েজিদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, ঢাকা থেকে আসা সোনার বাংলা আগুনের কারণে স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়ে।তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: রবিবার থেকে ঢাকা-না’গঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
১ বছর আগে
চট্টগ্রামের ফিশারি ঘাটের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার নতুন ফিশারি ঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে মাছের আড়তের গুদাম। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ফিশারি ঘাটের মাছের আড়তের গুদামে এ আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
নগরীর লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, রাত পৌনে ১২টায় ফিশারি ঘাটের একটি মাছের আড়তের গুদামে আগুন লাগে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘন্টা পর স্থানীয় মাছ ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
১ বছর আগে
চট্টগ্রামের ভিআইপি টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িতে অবস্থিত শপিংমল ও আবাসিক বহুতল ভবন ভিআইপি টাওয়ার-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেখানকার মানুষদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, ভিআইপি টাওয়ারের প্রধান ফটকে বাঁশের খুঁটির সঙ্গে চট লাগিয়ে দ্বিতীয় তলায় মেরামতের কাজ চলছিল। সেখানে গ্যাস দিয়ে ঝালাইয়ের কাজ করার সময় চটে আগুন ধরে। পরে তা ভবনে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণের আগুন নিয়ন্ত্রণে
এ ঘটনায় পুড়ে যায় টাওয়ারের ডিস, ইন্টারনেট ও বিদ্যুতের তার। আলমাস সিনেমা হল মোড় থেকে কাজীর দেউড়ির মোড় পর্যন্ত কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধও থাকে।
আগুন লাগার ১৫ মিনিট পর নগরীর নন্দনকানন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। অবশ্য তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে নন্দনকানন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আব্দুল মোত্তালেব বলেন, ভিআইপি টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামের পাহাড়তলী কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১ বছর আগে
সিলেটে হকার্স মার্কেটে আগুন নিয়ন্ত্রণে
সিলেট সিলেট নগরীর লালদীঘিরপার এলাকার হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সোমাবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ বলেন, রবিবার রাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আরও পড়ুন: স্বামীর দেয়া আগুনে দগ্ধ সাদিয়ার মৃত্যু
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
মার্কেটের সেক্রেটারি আব্দুস ছুবহান জানান, মার্কেটের ৫নং গলির বিসমিল্লাহ স্টোর নামের রেডিমেইড কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এর পরই অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে একটি সিগারেটের গুদামসহ মার্কেটের ৩, ৪ ও ৫ নং গলিতে ২০টি কাপড়ের দোকান পুড়ে গেছে। অনেকের দোকানের মালামাল লুটপাটও হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর বিজয়নগরে বাণিজ্যিক ভবনে আগুন
প্রসঙ্গত, টিন দিয়ে নির্মিত মার্কেটটিতে অন্তত তিন হাজারেরও বেশি দোকান রয়েছে। মার্কেটের ৯০ ভাগই শাড়ি-লুঙ্গি ও রেডিমেইড কাপড়ের দোকান। এসব দোকানে পাইকারি ও খুচরা কাপড় বিক্রি হয়।
২ বছর আগে
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার রাত ১১টার দিকে কোনাবাড়ীর দেউলিয়া বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: রাজশাহীতে শতাধিক পানের বরজ আগুনে পুড়ে ছাই
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, নগরের কোনাবাড়ী থানা দেউলিয়া বাড়ি এলাকার ফারুক হোসেনের ঝুট মালামালের গোডাউনে আগুন লেগে পাশের গোডাউনে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।
তিনি আরও জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ভগ্নিপতির দেয়া আগুনে ভাই-বোন দগ্ধ: বোনের মৃত্যু
২ বছর আগে
নারায়ণগঞ্জে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত রপ্তানিমুখী জাহিন নিটওয়ার্স লিমিটেড পোশাক কারখানার লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তেরের উপ-সহকারী পরিচালক (গণমাধ্যম শাখা) শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোনারগাঁও সড়কের পাশে জাহিন গার্মেন্টস কারখানার তিনটি দ্বিতল ভবনে বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিকাল সাড়ে ৪টায় আগুন লাগার খবর পাই। বেলা পৌনে ৫টায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁ, বন্দরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসে আগুন নেভানোর কাজ করতে থাকে। কারখানা ভবনের তিনটি দোতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলাগুলোতে আগুন জ্বলছিল। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। রাত ৯টার পর থেকে যানবাহন চলাচল শুরু হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
আরও পড়ুন: বিএসএমএমইউতে আগুন
২ বছর আগে