ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (আইএসসিএম) কোর্স বাস্তবায়নের জন্য ঢাকা ও চট্টগ্রামের ৭টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটি।
রবিবার (৯ জুন) ঢাকার হোটেল রেনেসাঁতে ইউএসএইড বাংলাদেশের মিশন ডিরেক্টরের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়।
যেসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউএসএইড ট্রেড অ্যাক্টিভিটি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো হলো- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম এবং খুলনার নর্দার্ন ইনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি।
এই সমঝোতা স্মারক উন্নত শিক্ষার মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য লজিস্টিক্স সেক্টরের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আইএসসিএম কোর্সটি প্রয়োজনীয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করেছে। লজিস্টিক্স সেক্টর সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা পেতে শিক্ষার্থী ও পেশাদাররা এই কোর্সে ভর্তি হতে পারবেন। বাংলাদেশে লজিস্টিক্স অপারেশনের দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর জন্য এই ধারণা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউএসএইড বাংলাদেশের মিশন ডিরেক্টর বলেছেন, ‘বাংলাদেশিদের ট্রেড লজিস্টিক্স সেক্টরে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের উন্নয়নের এবং অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় শক্তিশালী ভূমিকা পালন করবে, যা ইউএসএইডের যুব উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ বলেন, ‘সাপ্লাই চেইন ও লজিস্টিক্স সেক্টর বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশের অবকাঠামোগত ও ডিজিটাল সম্প্রসারণ চলছে। এই সম্প্রসারণের প্রয়োজন মেটানোর জন্য তরুণদের ট্রেড সেক্টরে ক্যারিয়ার গড়তে এবং বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করে তাদের প্রস্তুত করতে হবে।’
স্মারক সইয়ের পর বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাপ্লাই চেইন ও লজিস্টিক্স বিষয়কে শিক্ষাব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে একটি আলোচনা সেশন করা হয়।
ইউএসএইড বাংলাদেশের প্রাইভেট এন্টারপ্রাইজ অফিসার ক্রিস মেজারভি বলেন, ‘আইএসসিএম কোর্সটি বাংলাদেশের লজিস্টিক্স সেক্টরের ভবিষ্যতে একটি কৌশলগত বিনিয়োগের প্রতিনিধিত্ব করে। প্রোগ্রামটির লক্ষ্য টেকসই প্রবৃদ্ধি চালনা করা, একটি গতিশীল, অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তি গড়ে তোলা এবং বাংলাদেশের লজিস্টিকস সেক্টরের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলা।’