স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী তার প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলের পক্ষ থেকে অপর একটি পুষ্পস্ততবক অর্পণ করেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠান আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান রাজধানীর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল সমাবেশে স্বাধীনতার নবযুগ সৃষ্টিকারী ভাষণ দেন।
মুক্তিপ্রেমী লাখো জনতার সামনে ১৯ মিনিট ধরে দেয়া ভাষণে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। সেই সাথে তিনি পাকিস্তানের শোষণকারী শাসকগোষ্ঠীর হাত থেকে দেশকে মুক্ত করতে জাতিকে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন।