বিক্ষোভের মুখে টঙ্গী-ঘোড়াশাল সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষূদ্ধ শ্রমিকরা জানায়, পূবাইলে অবস্থিত অল ওয়েদার ফ্যাশন লি. নামের পোশাক কারখানায় গত মাসের বেতন এখনও পরিশোধ করা হয় নি। এছাড়া এক নারী শ্রমিককে কারখানার পিএম জাকির হোসেন মারধরর করে।
এ ঘটনার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কর্মবিরতিতে নেমে বিক্ষোভ শুরু করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে উঠিয়ে কারখানায় ফিরে নিয়ে যায়। পরে বেতন পরিশোধ নিয়ে মালিকপক্ষের সাথে শ্রমিকরা আলোচনায় বসেন।
কারখানার পরিচালক আব্দুল করিম জানান, শ্রমিকদের সাথে আলাপ-আলোচনা করে তাদের বেতন পরবর্তী মাসের ২৩ তারিখে পরিশোধ করা হয়।
‘কিন্তু তারা সেই সিদ্ধান্ত উপেক্ষা করে হঠাৎ করেই উস্কানিমূলকভাবে আন্দোলনে নেমে এসেছে, অভিযোগ করেন তিনি।