আইনশৃঙ্খলা
কক্সবাজারে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা খর্ব করা যাবে না: শাহরিয়ার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, কক্সবাজারে রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের নিরাপত্তা ও নিরাপত্তার সমস্যা মোকাবিলা করা আইন প্রয়োগকারী সংস্থার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ এবং এ ক্ষেত্রে তাদের ভূমিকা খর্ব করা যাবে না।
শনিবার প্রতিমন্ত্রী ক্যাম্পে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা: অগ্রাধিকারমূলক সমস্যা এবং উদ্বেগ’- শীর্ষক সিনিয়র পর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় প্রচেষ্টার সমন্বয় করেছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গা ইস্যুকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে।
বাংলাদেশ সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স আয়োজিত সংলাপটি পরিচালনা করেন বাংলাদেশ সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্সের নির্বাহী পরিচালক প্রফেসর শাহাব এনাম খান।
সেক্রেটারি, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট (এমএইউ) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হুসাইন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস প্রমুখ বক্তব্য রাখেন।
ইন্দো-প্যাসিফিক ইস্যুগুলো সম্পর্কে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি যোগ দেয়ার বিষয় না। এটি কিছু নীতির ওপর নির্ভর করে এবং এ বিষেয়ে কোনও ভুল ধারণা থাকলে তা দূর করা দরকার।
দুই জঙ্গির পলায়নকে 'ব্যর্থতা' বলেছেন র্যাব মহাপরিচালক
চলতি বছরের ২০ নভেম্বর ঢাকার একটি আদালত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পলায়ন এবং এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে না পারাকে ‘ব্যর্থতা’ বলেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
শনিবার রাজধানীতে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, ‘আমরা আত্মসমালোচনায় বিশ্বাস করি। দুই জঙ্গি পালিয়ে গেছে; আমরা এটা অস্বীকার করছি না। দুই জঙ্গি (আদালত থেকে) এভাবে পালিয়ে যাওয়ায় এটা আমাদের ব্যর্থতা।’
আরও পড়ুন:আদালত চত্বর থেকে ২ জঙ্গি ছিনতাই: ১০ আসামির ৫ দিনের রিমান্ড
তিনি আরও বলেন, ‘জঙ্গিরা দীর্ঘদিন ধরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল, এবং আমরা এখনও তাদের খুঁজে বের করতে পারিনি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
২০ নভেম্বর জঙ্গিদের সহযোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পিটিয়ে এবং চোখে কিছু রাসায়নিক ছিটিয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের প্রাঙ্গণ থেকে তাদের নিয়ে যায়।
পরে এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন:পুলিশ হেফাজত থেকে জঙ্গি পালানোর দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী: র্যাব
কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর আটক
কুষ্টিয়ার কুমারখালীতে এক গৃহবধূর লাশ উদ্ধার এবং এ ঘটনার অভিযোগে নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের নগরকয়া গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।
নিহত ইতি খাতুন (৩০) একই গ্রামের ভ্যানচালক আশরাফ হোসেনের স্ত্রী ও বড় ভালুকা গ্রামের ভ্যানচালক সামছুল মন্ডলের মেয়ে।
আটকরা হলেন-নিহতের স্বামী আশরাফ হোসেন ও শ্বশুর শুকুর আলী।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে নারী খুনের অভিযোগ
নিহতের স্বজনরা জানায়, আশরাফ হেসেন ও ইতি খাতুনের ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে আশরাফ প্রায়ই ইতিকে মারধর করতেন। মারধরের শিকার হয়ে ইতি খাতুন প্রায় বাবার বাড়ি চলে যেতেন। কিন্তু গত ১৫ দিন ধরে ইতির সঙ্গে তার বাবার কোনো যোগাযোগ হয়নি।
তারা জানায়, গত শনিবার রাতে হঠাৎ ইতির মৃত্যুর খবর শুনে শ্বশুর বাড়িতে ছুটে যান তার বাবা ও অন্যান্য স্বজনরা। গিয়ে দেখেন ইতির বাম হাতভাঙা, মাথায় আঘাতে ফুলা, গলায় দাগসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহৃ।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন বলেন, 'রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করে রবিবার সকালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের একটি হাত ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। গলায় শ্বাসরোধের দাগ রয়েছে। তাকে দিনের কোনো একভাগে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত রহস্য জানা যাবে।
আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে কুষ্টিয়ায় নারীকে পিটিয়ে হত্যা
ওসি জানান, ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী ও শ্বশুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
যশোরে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৩
যশোর শহরের অম্বিকা বসুলেনের রাঙ্গমাটি গ্যারেজের পাশে দেশিয় অস্ত্রের কারাখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। পরে ঘটনাস্থলে থেকে অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ তিন জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-সদর উপজেলার আব্দুল কুদ্দুস (৪২), সুমন হোসেন (২০) ও আজিজুল ইসলাম (৪০)।
আরও পড়ুন: বাঁশখালীতে অস্ত্র কারখানার সন্ধান, আটক ১
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে ওই এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং কারখানায় অভিযান চালায় এবং সেখানে আগ্নেয়াস্ত্র তৈরির প্রমাণ পায়। অভিযানকালে তিন জনকে আটক করা হয়। কারখানা থেকে পাঁচটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে ।
আরও পড়ুন: কক্সবাজারে অবৈধ অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ১
ওসি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা এসব আগ্নেয়াস্ত্র কোথায় বিক্রি করে। এ বিষয়ে তদন্ত চলছে।
আইজিপি র্যাঙ্ক ব্যাজ পরানো হলো চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আইজিপি র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন নতুন আইজিপিকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আল-মামুন আইজিপি হিসেবে দায়িত্ব নিয়ে অবসরে যাওয়া আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হন।
এর আগে তিনি ২০২২ সালের এপ্রিল থেকে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ১৯৬৪ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
কর্মজীবনে আল-মামুন নীলফামারী জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার এবং ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জ ও পুলিশ সদর দপ্তরে উপ-মহাপরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মাগুরায় শিশুর লাশ উদ্ধার
মাগুরার মহম্মদপুর উপজেলায় তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হিরা খাতুন উপজেলার হিরু মোল্যার মেয়ে।
আরও পড়ুন: ছোটমনি নিবাসে বালিশচাপা দিয়ে শিশু হত্যা, আয়া আটক
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. কলিমুল্লাহ জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার বেথুলিয়া গ্রামের বাড়ির পাশে হিরার বাবা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
বাবার সঙ্গে পুরনো শত্রুতার জের ধরে শিশুটিকে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে জানান তিনি।
আরও পড়ুন: নোয়াখালীতে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত,আটক ৪
এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি।
মাদারীপুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর সদরে ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উপজেলার আংগুলকাটা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মনির ফকির (৪৫)উপজেলার চর গোবিন্দপুর গ্রামের ছত্তার ফকিরের ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, গত ২ অক্টোবর সকাল ১০টার দিকে স্হানীয় আট বছরের এক শিশুকে নির্জন স্হানে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে মনির ফকির।এ সময় শিশুটির চিৎকার করে তিনি পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মনির ফকিরকে আসামি করে মাদারীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।
আরও পড়ুন: উত্তরা থেকে সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে র্যাব
ওসি জানান,মনির ফকিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর থেকে শিশু ধর্ষণ চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১।
শুক্রবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. শিপন (৩৮) একই এলাকার মৃত আফসারের ছেলে।
আরও পড়ুন: উত্তরা থেকে সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে র্যাব
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদরের স্থানীয় একটি এলাকায় ১০ বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। পরবর্তীতে শিশুটি বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ১১ বছরে ধরে পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: র্যাব
মামলার জাহার সূত্রে জানা গেছে, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে অভিযুক্ত আসামির বাড়ির ৪র্থ তলার একটি ফ্লাটে ভাড়ায় থাকত। গত ২৬ সেপ্টেম্বর রাতে বাথরুমের প্রয়োজনে বাহিরে গেলে আগে থেকে উৎপেতে থাকা অভিযুক্ত আসামি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকার শুনে মা এসে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত আসামি পালিয়ে যায়।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে মানবপাচার চক্রের ৬ সদস্য গ্রেপ্তার: র্যাব
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে আসামিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার তদন্তকারী কর্মকমর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কুমিল্লায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮
কুমিল্লায় বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রের সামনে কলেজছাত্রকে হত্যার ঘটনায় আট দাখিল পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. সিয়াম (১৭) কুমিল্লার তিতাস উপজেলার চর মোহনপুর গ্রামের হেলাল উদ্দিন সরকারের ছেলে এবং মুন্সীগঞ্জ টেকনিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: এসএসসি প্রশ্নপত্র ফাঁস: প্রধান শিক্ষকসহ আটক ৩
গ্রেপ্তাররা হলেন, মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের জয় মিয়ার ছেলে সাকিব হোসেন (১৯), নাজির হোসেনের ছেলে নাজমুল হাসান (১৯), জোনায়েদ ইসলাম শুভ (১৭), শফিক মিয়ার ছেলে সাইমুন মিয়া (১৯), আওলাদ হোসেনের ছেলে মাসুম বিল্লাহ রনি (১৯), বালুচর গ্রামের নুরুল হকের ছেলে ওমর ফারুক (১৯), আবুল কাশেমের ছেলে জুনায়েদ আহমেদ সৌরভ (১৯) ও করিমাবাদ গ্রামের হেলালের ছেলে মুকুল আহমেদ রাব্বি (১৭)।
পুলিশ জানায়, সিয়ামের এক চাচাতো বোনের সঙ্গে অভিযুক্ত নাজমুলের প্রেমের সম্পর্ক ছিল। সিয়াম সম্পর্কের বিরোধিতা করায় এবং মেয়েটি যে এলাকায় থাকত সেখানে নাজমুলকে যেতে নিষেধ করায় উভয়ের মধ্যে শত্রুতা তৈরি হয়।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে নির্যাতন: স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৃহস্পতিবার সিয়াম তার এক চাচাতো ভাইকে নিয়ে তিতাস উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদরাসার পরীক্ষা কেন্দ্রে গেলে এই হত্যাকাণ্ড ঘটে।
সিয়ামকে একা পেয়ে নাজমুল ও তার সহযোগীরা তার ওপর হামলা এবং একপর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
‘বৃহস্পতিবার রাতে সিয়ামের বাবা হেলাল বাদী হয়ে নাজমুলসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, এর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, শুক্রবার আট আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
যশোরে মাদক ও মদ জব্দ, আটক ৯
বৃহস্পতিবার পৃথক তিনটি অভিযান চালিয়ে যশোরের বিভিন্ন এলাকা থেকে মাদক ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। এই সময় আট ভারতীয় নাগরিকসহ ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল জেলার চুড়িপোট্টি এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদসহ ছয় জনকে আটক করে।
আরও পড়ুন: এসএসসি প্রশ্নপত্র ফাঁস: প্রধান শিক্ষকসহ আটক ৩
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম নজিউর রহমানের মতে, আটক ছয় জনের সবাই ভারতীয় নাগরিক।
অপর এক ঘটনায়, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল জেলার আশ্রম মোড় এলাকায় অভিযান চালিয়ে একই দিনে আড়াই হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ বোতল দেশি ও নয় বোতল ভারতীয় মদসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে।
আরও পড়ুন: মানববন্ধনে যোগ দিতে ঢাকায় আসার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক
এদিকে, যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জেলার বারান্দিপাড়া ঢাকা ব্রিজ এলাকা থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ স্থানীয় এক যুবককে আটক করেছে তারা।
আরও পড়ুন: সিলেটে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
এ ঘটনায় যশোরের কোতোয়ালি থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। পরে আদালতের নির্দেশে আটকদের কারাগারে পাঠানো হয়।