প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের (৪আইআর) উপকরণগুলো মানবতাকে আঘাত বা অবমূল্যায়ন করার জন্য ব্যবহার করা হবে না, সেটি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে ৪আইআর উপকরণগুলো আমাদের মানবতাকে আঘাত বা অবমূল্যায়ন করার জন্য ব্যবহার করা হবে না।’
বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নিজ কার্যালয়ে ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম।
আরও পড়ুন: নানামুখী ষড়যন্ত্রের কারণে আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ: আ.লীগ নেতাদের প্রতি প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী সাইবার-আক্রমণ, বিভ্রান্তি এবং অন্যান্য অপকর্মের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা রাখার ওপর জোর দেন।
তিনি বলেন, ‘আমাদের সম্মিলিতভাবে সাইবার-আক্রমণ, বিভ্রান্তি এবং অন্যান্য অপকর্মের বিরুদ্ধে সুরক্ষা রাখতে হবে।’
৪আইআর যাতে সমাজের মধ্যে আরও বিভাজন তৈরি না করে তা নিশ্চিত করার আহ্বান জানান শেখ হাসিনা।