আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের জন্য ভারতের রিকা গ্লোবাল ইমপেক্স লিমিটেডকে ১৭১ কোটি ৪৪ লাখ টাকায় (প্রায় ২০.২১ মিলিয়ন মার্কিন ডলার) ৫০ হাজার মেট্রিক টন অ-বাসমতি চাল সরবরাহের চুক্তিতে অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া, খাদ্য অধিদপ্তরের মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রজেক্ট (এমএফএসপি)-এর অধীনে ইস্পাতের তৈরি সাইলো নির্মাণ তদারকির জন্য পরামর্শক সংস্থা জেরিকো ফ্রান্সের জন্য ব্যয় বাড়ানোর এক চুক্তির প্রস্তাবও কমিটিতে অনুমোদন পেয়েছে। এর ফলে পরামর্শদাতা সংস্থার জন্য আরও অতিরিক্ত ২২ কোটি ৫৩ লাখ টাকা যুক্ত হওয়ার ফলে এতে ব্যয় হবে ৪৪ কোটি ৮ লাখ টাকা।
বাংলাদেশ ও চীনের যৌথ প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাটের মোংলায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনুমোদন দিয়েছে কমিটি।
চীনের কনসোর্টিয়াম অব এনভিশন এনার্জি (জিয়াংসু) কোম্পানি লিমিটেড, বাংলাদেশের এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং হংকং ভিত্তিক এনভিশন অব রিনিওয়েবল এনার্জি লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে ২০ বছর মেয়াদি চুক্তিতে যৌথভাবে কেন্দ্রটি স্থাপন করবে।
রাষ্ট্রীয় মালিকানাধীন বিপিডিবিতে এ বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে ২০ বছরের চুক্তিতে ১০ টাকা ৫৬ পয়সা (১৩.২০ মার্কিন সেন্ট) কিলোওয়াট পার আওয়ার (প্রতি ইউনিট) মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, দেশে স্থাপিত হতে যাওয়া প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে নিদিষ্ট মেয়াদে বিদ্যুৎ কিনতে সরকারে ব্যয় হবে ২ হাজার ৩৫ কোটি ১২ লাখ টাকা।
এছাড়ও, শিল্প মন্ত্রণালয়ের দুটি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।