ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ সংশোধন করে সাইবার সিকিউরিটি আইন-২০২৩ করার সিদ্ধান্তের জন্যে বাংলাদেশ সরকারকে স্বাগত জানিয়েছে বেসরকারি সংস্থা আর্টিকেল নাইনটিন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে মন্ত্রিসভার সিদ্ধান্ত ইতিবাচক।’
তিনি আরও বলেন, আমরা আশা করি, এই নতুন আইনে প্রস্তাবিত ‘সাইবার সিকিউরিটি আইন ২০২৩’ এর বিধানগুলো যেন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। বিশেষ করে নতুন আইন যেন মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ভিন্নমত, মুক্তচিন্তা চর্চা করার ক্ষেত্রে কোনো বাধা হয়ে না দাঁড়ায়। আমরা আশা করব, সরকার নতুন প্রস্তাবিত আইন অংশীজনদের সঙ্গে আলোচনা করে সবার পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রণয়ন করবে। এক্ষেত্রে আর্টিকেল নাইনটিন যে কোনো ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত আছে।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বিএনপির
প্রসঙ্গত, আর্টিকেল নাইনটিন শুরু থেকেই ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ও দমনমূলক ধারাগুলোকে বিশেষ করে মানহানি এবং মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করে এমন ধারাগুলোকে প্রযোজ্য ক্ষেত্রে বাতিল বা সংশোধন করার দাবি জানিয়ে আসছিল। এই উদ্দেশ্যে আর্টিকেল নাইনটিন ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পরপরই আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের আলোকে এই আইনকে সম্পূর্ণ বিশ্লেষণ করে আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে অ্যাডভোকেসি করে আসছিল।
উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত অপরাধ নিয়ে ২০০৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন প্রণয়ন করা হয়।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানাল টিআইবি