চাওয়া মাত্র ব্যবহার উপযোগী বাংলাদেশি উন্মুক্ত ডেটার ওয়েব প্ল্যাটফর্ম ডেটাফুল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে তিনি এ আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: দেশে করোনার লক্ষণ নিয়ে মৃত্যুবিষয়ক ডেটা ভিজ্যুয়াল তৈরি করল ডেটাফুল
অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি বর্তমান তথ্যের যুগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘তথ্যের সঠিক উপস্থাপন বিভ্রান্তি দূর করে। তথ্যর সঠিক ব্যবহার নিশ্চিত করা দরকার।’
‘তথ্যর অবাধ ব্যবহার নিশ্চিত করে আস্থার জায়গা তৈরি করতে হবে, যা নিশ্চিতে ডেটাফুল ভূমিকা রাখতে পারবে,’ বলেন মন্ত্রী।
আরও পড়ুন: ন্যায্য প্রাপ্যতা নিশ্চিতে কোভিড-১৯ ভ্যাকসিনের ‘মার্কেট ড্যাশবোর্ড’ চালু করল ইউনিসেফ
অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা আশা প্রকাশ করেন যে ডেটার বিশ্বাসযোগ্যতা, হস্তান্তরযোগ্যতা, বিভ্রান্তি দূরীকরণ ও অবাধ ব্যবহার নিশ্চিতে ভূমিকা রাখবে ডেটাফুল। পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন ডেটা সহজে পাওয়ার ক্ষেত্রে জনগণের জটিলতা নিরসন করবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক কৃষ্ণা গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশফাকুর রহমান।
আরও পড়ুন: কোভিড-১৯ টিকার কর্মসূচিতে প্রয়োজন তথ্যের স্বচ্ছতা ও সামাজিক জবাবদিহিতা: বক্তারা
অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ডেটাফুলের শুরু থেকেই পাশে ছিলাম। সৃজনশীলতা ও চিন্তাচেতনার বিকাশে বিভিন্ন ধরনের ডেটার প্রয়োজন রয়েছে। ডেটা দেশের সম্পদ। ডেটা হচ্ছে পরিকল্পনার কাঁচামাল। ডেটাফুলের এই তথ্য সরকারকে সহায়তা করবে।’
আরও পড়ুন: করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার তথ্য গোপন করছে: বিএনপি
পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন তথ্য জনগণের কাছে পৌঁছাতে ডেটাফুল ভূমিকা রাখবে জানিয়ে কৃষ্ণা গায়েন বলেন, ‘ডেটা সংস্কৃতি আমাদের মাঝে তেমনভাবে গড়ে ওঠেনি। ডেটার বিভ্রান্তি দূর করে জনগণের কাছে সঠিক তথ্য প্রদান করতে পারলেই ডেটফুলের লক্ষ্য সার্থক হবে।’
আরও পড়ুন: সরকারি সব তথ্য থাকবে কালিয়াকৈর ডেটা সেন্টারে
ডেটাফুলের উদ্যোক্তা পলাশ দত্ত এ সময় জানান, ডেটাফুলের মূল লক্ষ্য হলো সরকারি বিভিন্ন ডেটার হস্তান্তরযোগ্যতা তৈরি করা। যা বিভিন্ন গবেষণা ও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কাজে আসবে।