করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে গেলো ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু ২১ হাজার ১৬২ জনে পৌঁছেছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তি অনুসারে, একদিনে করোনা শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ৯৮৯ জনের। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের প্রাণহানি
গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ২৯.৯১ শতাংশ।
দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হার ১.৬৫ শতাংশ। অদ্যাবধি সুস্থ হয়েছে ১১ লাখ ৮ হাজার ৭৪৮জন। সুস্থতার হার ৮৬. ৬০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৬ জন, খুলনা বিভাগে ৩০ জন, চট্টগ্রামে ৬৪ জন, রংপুরে ১৪ জন, বরিশালে ১৬ জন, সিলেটে ১৪ জন, রাজশাহীতে ২২ জন এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।
টিকা নেয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি কম: আইইডিসিআরের গবেষণা
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, টিকা নেয়া ব্যক্তিরা শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হওয়ার ক্ষেত্রে কম ঝুঁকিতে রয়েছে।
এতে দেখা যায়, টিকা না নেয়া করোনা রোগীদের ১১ শতাংশ শ্বাসকষ্টে ভুগছে, যেখানে টিকা নেয়া রোগীদের মধ্যে এই হার ৪ শতাংশ।
আরও পড়ুনঃ সিলেটে করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৮৫৩
এছাড়া করোনার টিকার দুই ডোজ প্রাপ্তদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ছিল মাত্র ৭ শতাংশ যেখানে টিকা গ্রহণ না করা ব্যক্তিদের ভর্তির হার ২৩ শতাংশ।
মে থেকে জুনের মধ্যে করোনা শনাক্ত হওয়া ৩০ বছরের বেশি বয়সী ১ হাজার ৩৩৪ জনের উপর এই গবেষণা চালিয়েছে আইইডিসিআর।
তাদের মধ্যে ৫৯২ জন একটিও ভ্যাকসিন ডোজ নেননি এবং ৩০৬ জন সম্পূর্ণ টিকা দেয়া সম্পন্ন করেছেন।