তিনি বলেছেন, ‘মন্ত্রী থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী বা যারাই কাজের ক্ষেত্রে অবহেলা বা অনিয়ম করবে তারা কোনোভাবেই পার পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।’
শুক্রবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের সি.সি ব্লক কাস্টিং কাজের উদ্বোধন শেষে উপমন্ত্রী এ কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ডিজাইন অ্যান্ড প্লানিংয়ের জিএম শহীদুল্লাহ আল ফারুক, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমান শেখ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী ও শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এনামুল হক শামীম বলেন, ‘আমাদের টার্গেট হচ্ছে আগামী বর্ষার আগে এমন কার্যকর ব্যবস্থা নেয়া যাতে করে বর্ষা মৌসুমে এ অঞ্চলে পদ্মা নদী আর না ভাঙে। এটা শুধু নড়িয়াতেই নয়, সারা বাংলাদেশে যে সকল নদী ভাঙন এলাকা রয়েছে সব জায়গাতেই আমারা এটাকে প্রাধান্য দিয়েছি। এখানে রয়েছে প্রায় ১১শ কোটি টাকার প্রকল্প আর কাজের সময়সীমা হচ্ছে তিন বছর।’
তিনি বলেন, ‘১১শ কোটি টাকার কাজ তো আমরা তিন মাসের মধ্যেই কারতে পারবো না। কিন্তু আগামী বর্ষার আগে এপ্রিলের মধ্যে আমরা টার্গেট করে ২০ লাখ জিও ব্যাগ ফেলবো। আগামী বর্ষাকে টার্গেটে রেখে যেভাবে কাজ করলে নদী ভাঙার হাত থেকে নড়িয়াকে রক্ষা করা যাবে সেভাবেই প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছি।’
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ‘শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা’ প্রকল্পের চুক্তি মূল্য ১০৭৭ কোটি টাকা। বাংলাদেশ নৌবাহিনীর অধীন খুলনা শিপইয়ার্ড লিঃ প্রকল্পটির কাজ করছে।