পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ঘানা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সফররত ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতিবিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ ঐকমত্য হয়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, বাণিজ্য বৃদ্ধির জন্য কৃষি, ওষুধ, আইসিটি, কৃষিভিত্তিক খাদ্যপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং টেক্সটাইল সামগ্রিকে চিহ্নিত করা হয়েছে।
ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতিবিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে পুনরায় নির্বাচিত হওয়ায় ঘানার রাষ্ট্রপতির শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন।
তিনি উল্লেখ করেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, 'দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।’
এ প্রসঙ্গে তিনি কৃষি, ওষুধ, আইসিটি ও কৃষিভিত্তিক খাদ্যপণ্যের কথা উল্লেখ করেন।
তিনি আগামী অক্টোবরে অনুষ্ঠেয় কমনওয়েলথ মহাসচিব নির্বাচনে তার দেশের প্রার্থিতার জন্য বাংলাদেশের সমর্থন কামনা করেন। এবার আফ্রিকার দেশগুলো থেকে জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হবেন।
আরও পড়ুন: ২১ বিশিষ্টজনকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফ্রিকার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাণিজ্য বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
এ প্রসঙ্গে তিনি পাট ও পাটজাত পণ্য এবং টেক্সটাইল সামগ্রীর কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আফ্রিকার দেশগুলো বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে।
কমনওয়েলথ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এক সময় এই সংগঠনটি নিষ্ক্রিয় ছিল।
কিন্তু সম্প্রতি এটি সক্রিয় হয়েছে এবং বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের জন্য প্রশিক্ষণে জোরালো ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রী মহাসচিব পদে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া।
আরও পড়ুন: নিঃস্বার্থভাবে সমাজের সেবায় নিয়োজিত ব্যক্তিদের তুলে ধরুন: প্রধানমন্ত্রী