রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থার পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘বাংলাদেশে করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং আরেকজনকে গত ২৪ ঘণ্টার মধ্যে একটি পরীক্ষা করা হয়েছে, যেটি নেতিবাচক এসেছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি পরীক্ষা করা হবে। এ পরীক্ষার রিপোর্টও যদি নেতিবাচক আসে তাহলে আমরা ওই রোগীকে ছাড়পত্র দিতে পারব।’
‘সুতরাং বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত কেউ নেই,’ বলেন ডা. ফ্লোরা।
গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর ২৪টি নমুনা পরীক্ষা করেছে এবং এর সবগুলোই নেতিবাচক এসেছে।
এদিকে, সকালে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি থেকে ১৪২ জন বাংলাদেশি ফেরত এসেছেন উল্লেখ করে ড. ফ্লোরা বলেন, ‘ইতালি থেকে দেশে ফেরত আসাদের পরীক্ষা করা হয়েছে এবং তাদের কারও মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়নি।’
ইতালি ফেরত নাগরিকদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
‘কোয়ারেন্টাইনে তারা পৃথক পৃথক পরীক্ষার মধ্য দিয়ে যাবেন এবং তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে,’ বলেন আইইডিসিআর পরিচালক।
করোনা সংক্রমিত যেকোনো দেশ থেকে আগতদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে ঘোষণা দিয়েছে সরকার।
তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার মতো উদ্বেগজনক পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন ডা. ফ্লোরা।
তিনি বলেন, ‘যেসব দেশে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, শুধুমাত্র সেসব দেশেই স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং এ মূহুর্তে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না।’