বুধবার কলকাতায় চীনের কনসাল জেনারেল মা ঝানু এ কথা জানান। খবর এনডিটিভির।
মা ঝানু জানান, ভারত ও চীনের যৌথ প্রচেষ্টায় কলকাতা এবং কুনমিং শহরে এ উচ্চগতি সম্পন্ন ট্রেন সংযোগ স্থাপন সম্ভব হবে।
তিনি বলেন, ‘যদি ট্রেন সংযোগ স্থাপন প্রকল্প বাস্তবে রূপ দেয়া সম্ভব হয় তাহলে মাত্র কয়েক ঘণ্টায় কলকাতা থেকে কুনমিংয়ে যাওয়া সম্ভব হবে।’
ঝানু আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে মিয়ানমার এবং বাংলাদেশও লাভবান হবে।
‘এই পথ ধরে নানা ধরনের শিল্প গড়ে উঠতে পারে। ২৮০০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে জড়িত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাও বৃদ্ধি পাবে,’ বলেন তিনি।
কুনমিংয়ে ২০১৫ সালে বৃহত্তর মেকং উপ-অঞ্চল (জিএমএস) সম্মেলনেও এই প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ঝানু।
বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য বৃদ্ধিই এ প্রকল্পের উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, প্রাচীন আমলের সিল্ক রোড পুনর্জীবিত করে কুনমিং থেকে কলকাতার মধ্যে সংযোগ বৃদ্ধি করতে আগ্রহী চীন।