এছাড়া সার সরবরাহ বন্ধ থাকায় চলতি সেচ মৌসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলায় কৃত্রিম সংকটের আশঙ্কা করছেন কৃষকরা।
নৌবন্দরের লেবার এজেন্ট আব্দুস সালাম ব্যাপারী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও নৌপথে চট্টগ্রাম থেকে বাঘাবাড়ি নৌবন্দরে জাহাজ চলাচল কমে গেছে। এর মধ্যে এক সপ্তাহ ধরে সারবাহী কার্গো জাহাজ চলাচল একেবারে বন্ধ হয়ে যাওয়ায় বাঘাবাড়ি নৌবন্দর প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে নৌবন্দরের প্রায় ৭০০ শ্রমিক বেকার হয়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছে। সরবরাহ বন্ধ থাকায় উত্তরাঞ্চলে ইরি-বোরো আবাদে সার সংকট সৃষ্টির আশঙ্কা রয়েছে।
বাঘবাড়ি নৌবন্দরের বাফার গুদামের ইনচার্জ সোলায়মান হোসেন জানান, বাঘাবাড়িসহ উত্তরাঞ্চলের ১৪টি বাফার গুদামে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। এতে উত্তরাঞ্চলে সার সংকটের আশঙ্কা নেই।
এ বিষয়ে বাঘাবাড়ি নৌবন্দরের সহকারী পরিচালক এস এম সাজ্জাদুর রহমান বলেন, সিজনাল হিসেবে বাঘাবাড়ি নৌবন্দরে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও উত্তরাঞ্চলে পর্যাপ্ত পরিমাণে সার মজুদ আছে। এতে সার সংকটের কোনো আশঙ্কা নেই।